ভারতের সাবেক অধিনায়ক ও দেশটির ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা বিসিসিআইয়ের সাবেক প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি আবারও ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল (সিএবি) এর প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে নামছেন। সিএবির বার্ষিক সাধারণ সভার (এজিএম) আগেই তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেবেন বলে দেশটির সংবাদমাধ্যম ‘ইন্ডিয়া টুডে’কে জানিয়েছেন।
সংবাদমাধ্যমটি জানিয়েছ, গাঙ্গুলি যদি বেঙ্গল ক্রিকেটের শীর্ষ নেতৃত্বের দৌড়ে নামেন, তাহলে তিনি ‘অপ্রতিদ্বন্দ্বীভাবে নির্বাচিত’ হতে পারেন বলে ধারণা করা হচ্ছে। বর্তমান প্রেসিডেন্ট এবং তার বড়ভাই স্নেহাশীষ গাঙ্গুলি লোধা কমিটির নির্ধারিত মেয়াদসীমা পার করে ফেলায় এই পদে থাকার অনুপযুক্ত হয়ে পড়েছেন, ফলে সরে যেতে হচ্ছে তাকে।
সিএবি এরইমধ্যে এজিএম ও নির্বাচনের তারিখ নির্ধারণ করে ফেলেছে। জরুরি অ্যাপেক্স কাউন্সিলের সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। চূড়ান্ত অ্যাপেক্স কাউন্সিল সভা হবে এ বছরেরই ১৪ আগস্ট, আর এজিএম অনুষ্ঠিত হবে ২০ সেপ্টেম্বর।
২০১৫ সালে গাঙ্গুলি সিএবির সচিব হিসেবে যোগ দেন এবং সেই বছরের শেষ দিকে জগমোহন ডালমিয়ার মৃত্যু হলে প্রেসিডেন্ট হিসেবে স্থলাভিষিক্ত হন। ২০১৯ পর্যন্ত তিনি এই পদে আসীন ছিলেন, এরপর বিসিসিআইয়ের শীর্ষপদে যান। তার নেতৃত্বে বেঙ্গলের ক্রিকেট, বিশেষ করে নারী ক্রিকেটের প্রভূত উন্নয়ন হয়েছে বলে মনে করা হয়।
বিসিসিআইয়ের প্রেসিডেন্ট হিসেবে গাঙ্গুলি ২০১৯ থেকে ২০২২ পর্যন্ত দায়িত্ব পালন করেন। এই সময়কালে কেন্দ্রীয় পর্যায়ে অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হয়েছিল। তার সময়েই বিরাট কোহলিকে ওয়ানডে দলের অধিনায়কত্ব থেকে সরিয়ে দেয়া হয়, যা নিয়ে ব্যাপক বিতর্ক তৈরি হয়েছিল। এছাড়া আইপিএলের সম্প্রচার ও লাইভ স্ট্রিমিংয়ের জন্য রেকর্ড পরিমান টিভি রাইটসের চুক্তিও হয়েছিল এই সময়েই।
২০২২ সালে বিসিসিআইয়ে সৌরভের স্থলাভিষিক্ত হন ১৯৮৩ এর বিশ্বকাপজয়ী রজার বিনি।
মন্তব্য করুন