ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা মিষ্টি জান্নাতের বাবা মো. মকবুল হোসেন মারা গেছেন ৩০ জুলাই। বাবার মৃত্যুরন পর থেকে শোকাচ্ছন্ন এ চিত্রনায়িকা। একাধিকবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বাবাকে স্মরণ করেছেন। গতকাল আরো একটি পোস্ট করেছেন তিনি।
যেখানে তিনি উল্লেখ করেছেন, বাবা ছাড়া ৬ দিন যেন ৬ হাজার বছরের মতো লাগছে তার।
নিজের সর্বশেষ পোস্টে তিনি লেখেন, ‘শেষবারের মতো বাবাকে ছুঁয়ে দেখেছিলাম, ৬ দিন হলো আর ছুঁয়ে দেখি না। ৬ দিন মনে হচ্ছে ৬০০০ বছর।’
বাবাহীন জীবন যেন অর্থহীন, এমনটাই ভাবছেন এ চিত্রনায়িকা।
লিখেছেন, ‘জীবন এমন কেন? আমি, আম্মু, আমরা সবাই এই শোক কাটিয়ে উঠতে পারছি না, আর পারব না হয়তো। কত মানুষের বাবা আছে, আমার বাবা নাই।’
বাবার শূন্যতা কোনোভাবেই পূরণীয় নয়, সে কথাও উল্লেখ করেছেন তিনি। লিখেছেন, ‘কতদিন দেখি না বাবা তোমায়।
এত বাড়ি-গাড়ি, টাকা-পয়সা দিয়ে কী হবে? বাবাকে তো আর পাব না।’
ভালো প্রস্তাব এলে ছবিতে অভিনয় করতে রাজি আছি
২০১৪ সালে ‘লাভ স্টেশন’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দার ক্যারিয়ার শুরু করেন মিষ্টি জান্নাত। এরপর নিয়মিত কাজ করেছেন সিনেমায়। এরপর ‘তুই আমার রানী’, ‘আমার প্রেম তুমি’, ‘চিনিবিবি’সহ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন তিনি। নায়িকা পরিচয়ের পাশাপাশি তিনি একজন চিকিৎসকও।
গত বছরে শাকিব খানের সঙ্গে বিয়ের গুঞ্জনে আলোচনায় এসেছিলেন এই অভিনেত্রী। পরে অবশ্য সংবাদ সম্মেলন ডেকে তিনি জানান, পুরো বিষয়টিই আদতে গুজব।
মন্তব্য করুন