RCTV Logo আরসিটিভি ডেস্ক
৪ অগাস্ট ২০২৫, ৩:১০ অপরাহ্ন

শেখ হাসিনার বিরুদ্ধে দ্বিতীয় সাক্ষী হলেন জুলাই আন্দোলনে পঙ্গু হওয়া ইমরান

ছবি : সংগৃহীত

জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় দ্বিতীয় সাক্ষী হলেন জুলাই আন্দোলনে পঙ্গু হওয়া আব্দুল্লাহ আল ইমরান।

সোমবার (৪ আগস্ট) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ সাক্ষ্য দেন স্নাতকোত্তরের এই শিক্ষার্থী।

এর আগে গতকাল রোববার এই মামলার প্রথম সাক্ষী হন আন্দোলনে আহত খোকন চন্দ্র বর্মণ (২৩)। জবানবন্দিতে তিনি বলেন, যাত্রাবাড়ী এলাকায় পুলিশ পাখির মতো গুলি করেছে।

খোকন আরও বলেন, ‘যারা হাজার হাজার মানুষকে মেরেছিল, তাদের জন্য শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন ও সাবেক সংসদ সদস্য শামীম ওসমান দায়ী। আমি তাদের বিচার চাই। বিচার হলে শহীদদের আত্মা শান্তি পাবে।’

খোকন চন্দ্র তার জবানবন্দিতে বলেন, ‘২০২৪ সালে ছাত্র-জনতার আন্দোলনে ১৮ ও ১৯ ‍জুলাই নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় যোগ দিই। ১৯ জুলাই ভূইগড় থেকে চাষাঢ়া যাওয়ার সময় বিজিবি-পুলিশ গুলি করে। আমার সামনে একজনের বুকে গুলি লেগে পেছন দিক দিয়ে বের হয়ে যায়। সে সঙ্গে সঙ্গে মারা যায়। আরও অনেকে আহত ও নিহত হয়।’

তিনি আরও বলেন, ‘আমি নিয়মিত আন্দোলনে অংশ নিতাম। ৫ আগস্ট রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় পুলিশ আন্দোলনকারীদের লক্ষ্য করে গুলি করে। এ সময় একজনের মাথায় গুলি লেগে বের হয়ে অন্যজন আহত হয়। রক্ত বের হচ্ছিল এমনভাবে, গরু জবাই করলে যেমন হয়।’

খোকন চন্দ্র বর্মণ বলতে থাকেন, ‘যাত্রাবাড়ীতে আন্দোলনের একপর্যায়ে সেনাবাহিনীর সদস্যরা এসে ফাঁকা গুলি ছোড়ে পুলিশকে চলে যেতে বলে। ওই সময় পুলিশ থানার দিকে চলে যায়। আন্দোলনকারীরা দাঁড়িয়ে স্লোগান দিতে থাকে। সে সময় খবর আসে শেখ হাসিনা পদত্যাগ করেছে। কিছুক্ষণ পর সেনাবাহিনী চলে যাওয়ার পর পুলিশ বের হয়ে পাখির মতো গুলি করে। যে যেভাবে পারে নিরাপদ আশ্রয়ে যাওয়ার চেষ্টা করে। আমিসহ কয়েকজন ফ্লাইওভারের নিচে পিলারের পেছনে পালাই।’

তিনি আরও বলেন, এ সময় পুলিশ তাদের টার্গেট করে গুলি করে। গুলি তার চোখ, নাক ও মুখে লাগে। যাতে তার মুখমণ্ডল বিকৃত হয়ে যায়। এ সময় সাক্ষী খোকন চন্দ্র বর্মণ মাস্ক খুলে মুখ দেখান।

খোকন চন্দ্র বর্মণ জানান, হাত নাড়িয়ে সাহায্য চাইলে কয়েকজন সহযোদ্ধা তাকে প্রথমে মুগদা হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে তাকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়। তবে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল থেকে পাঠানো হয় মিরপুরে ডেন্টাল হাসপাতালে। সেখান থেকে চিকিৎসা দিয়ে পাঠানো হয় বার্ন ইনস্টিটিউটে। সেখানে চিকিৎসার পর পাঠানো হয় রাশিয়া।

এর আগে শুরুতেই বক্তব্য দেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। তিনি আসামিদের সর্বোচ্চ সাজা চান। পরে সূচনা বক্তব্য দেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। মামলার বিচার কার্যক্রমের শুরুতে সরাসরি সম্প্রচার করা হয়। তবে নিরাপত্তার কারণে সাক্ষীর জবানবন্দির সময় সরাসরি সম্প্রচার বন্ধ ছিল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুড়িগ্রামে শিশুর খেলা নিয়ে মারপিট, আহত নারী-বৃদ্ধসহ ৪ জন

তিস্তার পানি কমলেও হাজারো পরিবার পানিবন্দি, প্লাবিত অঞ্চলে চরম দুর্ভোগ!

এমিলিয়ানোর স্থায়ী ম্যান ইউনাইটেড যাত্রায় বাধা কী?

“তোরা মার ওগো” বৃদ্ধার আহ্বানে শিক্ষার্থীদের হাতে ইট

শেখ হাসিনার বিরুদ্ধে দ্বিতীয় সাক্ষী হলেন জুলাই আন্দোলনে পঙ্গু হওয়া ইমরান

ডোমারে আওয়ামীলীগের ৩ নেতাকর্মীকে গ্রেফতার

জুলাই ঘোষণাপত্রের অনুষ্ঠানে এখনো দাওয়াত পায়নি বিএনপি : সালাহউদ্দিন

জুলাই ঘোষণাপত্র চূড়ান্ত: ৫ আগস্ট সবপক্ষের উপস্থিতিতে পাঠ করবেন প্রধান উপদেষ্টা

বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে নেপালে রফতানি হলো ২৩১ মেট্রিক টন আলু

কুড়িগ্রামে গভীর রাতে জুয়ার আসরে পুলিশের হানা, ইউপি সদস্যসহ ১৪ জন আটক

১০

শেখ হাসিনার বিরুদ্ধে দ্বিতীয় সাক্ষীর সাক্ষ্যগ্রহণ আজ

১১

রংপুরের ৯ জন সাহসী সাংবাদিক পেলেন ‘সাহসী সাংবাদিক সম্মাননা’

১২

বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্নে শহীদ মিনারে জড়ো হচ্ছেন এনসিপি নেতাকর্মীরা

১৩

বাংলাদেশকে ১৫০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি

১৪

দেশবাসীর উদ্দেশে যা বললেন নাহিদ, হাসনাত ও সারজিস

১৫

১২ কেজি এলপি গ্যাসের দাম কমলো ৯১ টাকা

১৬

আওয়ামী দোসরদের নিয়ে কমিটি গঠনের প্রতিবাদে লালমনিরহাটে মুক্তিযোদ্ধাদের সংবাদ সম্মেলন

১৭

তিস্তার পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত, বন্যার শঙ্কা

১৮

রাবিতে শিক্ষক নিয়োগ: জামায়াতপন্থী সাবেক এমপির সুপারিশে সমালোচনার ঝড়

১৯

শহীদ মিনারে আজ এনসিপির সমাবেশ, ‘বাংলাদেশের ইশতেহার’ ঘোষণার প্রস্তুতি চূড়ান্ত

২০