নীলফামারীর ডোমারে আওয়ামীলীগের তিনজন নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৪ আগস্ট) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে। এর আগে ভোরে তাদের নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- চান্দখানা মাস্টারপাড়া এলাকার মৃত আব্দুল মিজিদ বসুনিয়ার ছেলে কেতকীবাড়ি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শহিদুল ইসলাম(৬৭), জোড়াবাড়ী সেক্রেটারীপাড়া এলাকার মৃত জতিন্দ্রনাথ রায়ের ছেলে ইউপি সদস্য ও ২নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি রমেশ চন্দ্র রায়(৫৫), সোনারায় ইউনিয়নের জামিরবাড়ি শ্যামের ডাঙ্গা এলাকার বিমল চন্দ্র এর ছেলে ও স্বেচ্ছাসেবকলীগের ৬নং ওয়ার্ড সেক্রেটারী বিকাশ চন্দ্র(৩২)।
ডোমার থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুল ইসলাম বলেন, ‘জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির এমপি প্রার্থীর গাড়িতে হামলার মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়েছে।
মন্তব্য করুন