‘বাংলাদেশের ইশতেহার’ ঘোষণার লক্ষ্যে আজ রোববার (৩ আগস্ট) বিকেলে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত সমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে। অনুষ্ঠান ঘিরে শহীদ মিনার প্রাঙ্গণে সাজসজ্জার কাজ প্রায় শেষ পর্যায়ে পৌঁছেছে।
দুপুর ১২টায় সরেজমিনে দেখা যায়, শহীদ মিনারের মূল বেদির ওপর একটি মঞ্চ নির্মাণ করা হচ্ছে এবং আশপাশে বসানো হচ্ছে সাউন্ড সিস্টেম। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, নিরাপত্তা নিশ্চিত করতে এলাকায় ১০৫টি সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। পাশাপাশি সমাবেশে অংশগ্রহণকারীদের সুবিধার্থে ৬টি বড় পর্দা ও মোবাইল টয়লেট বসানো হয়েছে।
এনসিপি নেতাদের দাবি, এই সমাবেশের মাধ্যমে তারা বাংলাদেশের ভবিষ্যৎ রাজনৈতিক রূপরেখা ও ‘বাংলাদেশের ইশতেহার’ ঘোষণা করবেন। সারা দেশ থেকে আসা নেতাকর্মীদের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতনের লক্ষ্যে গঠিত নতুন রাজনৈতিক শক্তি হিসেবে নিজেদের পরিচয় তুলে ধরবে তারা। সমাবেশে ১ থেকে ১.৫ লাখ মানুষের উপস্থিতির আশা করা হচ্ছে।
এদিকে একই দিন রাজধানীর শাহবাগে জাতীয়তাবাদী ছাত্রদলের ছাত্রসমাবেশ থাকায় শহীদ মিনার এলাকায় কিছুটা উত্তেজনার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছেন এনসিপির নেতারা। তারা জানিয়েছেন, বিভিন্ন জায়গা থেকে বাধা ও প্রতিবন্ধকতার খবর পেলেও যে কোনো সংঘাত এড়িয়ে শান্তিপূর্ণ সমাবেশ আয়োজনই তাদের লক্ষ্য।
এক কেন্দ্রীয় নেতা বলেন, “ছাত্রদল ও এনসিপির সমাবেশ একই দিনে হওয়ায় কিছু এলাকায় সমস্যা তৈরি হতে পারে, তবে আমাদের পক্ষ থেকে নেতাকর্মীদের উত্তেজনা পরিহার করে অংশগ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে।”
এনসিপির পক্ষ থেকে জানানো হয়েছে, নিরাপত্তা, অংশগ্রহণকারী ব্যবস্থাপনা ও লজিস্টিকসহ সব প্রস্তুতি শেষ হয়েছে, এখন শুধু অপেক্ষা বিকেলের আনুষ্ঠানিক ঘোষণার।
মন্তব্য করুন