ফুটবল বিশ্বে ‘এল ক্লাসিকো’ মানেই অন্যরকম এক উত্তেজনা, আবেগ আর রুদ্ধশ্বাস প্রতীক্ষা। বার্সেলোনা-রিয়াল মাদ্রিদের এই দ্বৈরথ শুধু মাঠেই সীমাবদ্ধ নয়, তা ছড়িয়ে পড়ে দর্শক হৃদয়ে, সংবাদমাধ্যমে, এমনকি ফুটবল ইতিহাসেও। আর এই ক্লাসিকোতেই গত মৌসুমে ইতিহাস গড়েছে বার্সেলোনা।
চারটি ম্যাচে মুখোমুখি হয়ে চারবারই রিয়াল মাদ্রিদকে হারিয়েছে বার্সা। এমন একক আধিপত্য এর আগে তাদের ইতিহাসে মাত্র একবার দেখা গিয়েছিল। নতুন মৌসুম শুরুর আগ মুহূর্তে সেই আত্মবিশ্বাসই এখন ঝরে পড়ছে বার্সা মিডফিল্ডার গাভির কণ্ঠে।
দক্ষিণ কোরিয়ায় প্রাক-মৌসুম প্রস্তুতির ফাঁকে স্প্যানিশ দৈনিক এএস-কে দেওয়া এক সাক্ষাৎকারে গাভি বললেন, ‘রিয়াল অবশ্যই আমাদের নিয়ে উদ্বিগ্ন থাকবে। গত মৌসুমে চার ম্যাচেই আমরা জিতেছি। তারা জানে, আমাদের হারানো সহজ নয়।’
মৌসুমের আগেই মানসিক লড়াইটা শুরু করে দিয়েছেন গাভি। তবে একইসঙ্গে তিনি স্বীকার করেছেন, রিয়াল এবার দারুণভাবে দল গড়েছে। নতুন কিছু তরুণ ফুটবলার, নতুন পরিকল্পনা। সব মিলিয়ে মাদ্রিদের রাজপুত্ররাও পিছিয়ে নেই।
গাভি বলেন, ‘রিয়াল কিছু দুর্দান্ত খেলোয়াড়কে দলে নিয়েছে। তাদের দলটা শক্তিশালী। তবে আমরা যদি নিজেদের খেলাটা ঠিকঠাক খেলতে পারি, তাহলে এবারও জয় আমাদেরই হবে।’
গত মৌসুমে লা লিগা এবং কোপা দেল রে, সব জায়গাতেই ক্লাসিকোতে দাপট দেখিয়েছিল বার্সা। এই ধারাবাহিকতা ধরে রাখাই এখন বড় চ্যালেঞ্জ কোচ হান্সি ফ্লিকের জন্য। অন্যদিকে, রিয়াল মাদ্রিদও এবার মরিয়া বিশ্ব ফুটবলের সেরা তরুণদের নিয়ে গড়া দলকে সাফল্যের পথে নিতে।
মন্তব্য করুন