আগস্ট মাসের জন্য তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) এবং অটোগ্যাসের নতুন মূল্য নির্ধারণ করা হবে আগামীকাল রোববার (৩ আগস্ট)। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এই ঘোষণা দেবে।
বিইআরসির বিজ্ঞপ্তি অনুযায়ী, বিকেল ৩টায় ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইইবি) মিলনায়তনে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এলপিজির নতুন দাম প্রকাশ করা হবে। সৌদি আরামকোর প্রস্তাবিত আগস্ট মাসের সিপি (কন্ট্রাক্ট প্রাইস) ভিত্তিতে এই মূল্য সমন্বয় করা হচ্ছে।
গত ২ জুলাই সর্বশেষ এলপিজির দাম সংশোধন করা হয়েছিল। তখন ১২ কেজি সিলিন্ডারের দাম ৩৯ টাকা কমানো হয়েছিল, যা বর্তমানে ১,৩৬৪ টাকায় বিক্রি হচ্ছে।
এছাড়া, রোববারই অটোগ্যাসের নতুন মূল্যও ঘোষণা করা হবে। গত মাসে অটোগ্যাসের দাম লিটারপ্রতি ১ টাকা ৮৪ পয়সা কমানো হয়েছিল, যার বর্তমান মূল্য (মূসকসহ) ৬২ টাকা ৪৬ পয়সা।
প্রতি মাসের শুরুতে আন্তর্জাতিক বাজারদর বিবেচনায় বিইআরসি এলপিজি ও অটোগ্যাসের দাম পুনর্নির্ধারণ করে থাকে। আগামীকালের ঘোষণায় ভোক্তাদের জন্য দাম বৃদ্ধি বা হ্রাস কোনদিকে যাবে, তা নিয়ে বাণিজ্যিক ব্যবহারকারী ও সাধারণ ভোক্তাদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।
মন্তব্য করুন