ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর বলেছেন, বাংলাদেশের ওপর ভারত নিবিড়ভাবে নজর রাখছে। দেশটির জাতীয় স্বার্থ ও নিরাপত্তার বিষয়ে নয়া দিল্লি বিশেষভাবে সতর্ক রয়েছে।
সোমবার ভারতীয় সংসদের লোকসভায় এক প্রশ্নোত্তর পর্বে বিজেপি সাংসদ রতনলাল কাটারিয়া ‘গ্রেটার বাংলাদেশ’ নামে একটি বিতর্কিত মানচিত্রের বিষয়ে প্রশ্ন তোলেন। তিনি জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘সালতানাত-ই-বাংলা’ নামের একটি গোষ্ঠী এই মানচিত্র প্রকাশ করেছে, যেখানে ভারতের কিছু অঞ্চলকে বাংলাদেশের অংশ হিসেবে দেখানো হয়েছে।
জয়শঙ্কর প্রতিক্রিয়ায় জানান, ভারত ইতোমধ্যে বাংলাদেশের সঙ্গে এই বিষয়ে যোগাযোগ করেছে। ঢাকার পক্ষ থেকে বলা হয়েছে, গত ১৪ এপ্রিল পহেলা বৈশাখ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি ঐতিহাসিক প্রদর্শনীতে মধ্যযুগের বাংলার একটি মানচিত্র দেখানো হয়েছিল। তবে এটি কোনো রাজনৈতিক দাবি নয়।
তিনি আরও বলেন, বাংলাদেশ সরকার স্পষ্ট করে জানিয়েছে যে, ‘সালতানাত-ই-বাংলা’ নামে কোনো সংগঠন দেশটিতে নেই। এ বিষয়ে বিদেশি কোনো সংস্থার সংশ্লিষ্টতারও কোনো প্রমাণ পাওয়া যায়নি।
ভারতের পররাষ্ট্রমন্ত্রী জোর দিয়ে বলেন, “আমরা বাংলাদেশের ওপর গভীর নজর রাখছি। ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তা ও জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট সব বিষয়ে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি।”
এই ঘটনাকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক ও নিরাপত্তা সহযোগিতা আরও জোরদার করার প্রয়োজনীয়তা উঠে এসেছে।
মন্তব্য করুন