জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাদের মাসব্যাপী ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির সমাপ্তিতে রোববার (৩ আগস্ট) শহীদ মিনারে নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা করতে যাচ্ছে। দলটি সারাদেশের নেতাকর্মীদের এই অনুষ্ঠানে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছে।
এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এই ইশতেহারে গত এক মাস ধরে দেশের বিভিন্ন অঞ্চলের নাগরিকদের চিন্তাভাবনা, আশা-আকাঙ্ক্ষা এবং আগামী দিনের বাংলাদেশ গঠনে দলের প্রতিশ্রুতি তুলে ধরবেন।
শনিবার (২ আগস্ট) এক বিবৃতিতে এনসিপি জানায়, জুলাই মাসজুড়ে তারা গ্রাম, শহর, নগরসহ বিভিন্ন জনপদে গিয়ে কৃষক, শ্রমিক, গৃহিণী ও বিভিন্ন পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করেছে। এই সংলাপের ভিত্তিতেই নতুন বাংলাদেশের রূপরেখা এবং জনগণের দাবি বাস্তবায়নের পরিকল্পনা ঘোষণা করা হবে।
উল্লেখ্য, গত বছর ৩ আগস্ট শহীদ মিনার থেকেই এনসিপির ‘এক দফা’ ঘোষণা করা হয়েছিল। এবারও একই স্থানে দলটি তাদের জুলাই ঘোষণাপত্র ও সনদ বাস্তবায়নের জন্য পরবর্তী কর্মসূচি প্রকাশ করবে।
মন্তব্য করুন