নীলফামারীর সৈয়দপুরে গাছ থেকে ঝুলন্ত অবস্থায় ইয়াসিন আলী (১৯) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩১ জুলাই) সকাল ৯টার দিকে উপজেলার বাঙ্গালীপুর ইউনিয়নের ডালিয়া ক্যানেলের পাশে সেলফির মোড় নামক এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত ইয়াসিন আলী বাঙ্গালীপুর ইউনিয়নের লক্ষণপুর পাঠানপাড়া এলাকার মিনারুল হকের ছেলে। এক মাস আগে এক সড়ক দুর্ঘটনায় তার বড় ভাই মারা যান। আজ গাছের ডালে ছোট ছেলে ইয়াসিনের ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকাজুড়ে শোক ও রহস্যের ছায়া নেমে এসেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে স্থানীয়রা একটি আকাশমণি গাছে ইয়াসিনকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে দ্রুত থানায় খবর দেন। পরে সৈয়দপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাতে পরিবারের সদস্যদের সঙ্গে বাকবিতণ্ডার জেরে ইয়াসিন মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। অনেকের মতে, অভিমান করে তিনি আত্মহত্যা করতে পারেন। তবে অন্য একটি পক্ষ বলছে, তাকে পরিকল্পিতভাবে হত্যা করে গাছে ঝুলিয়ে রাখা হয়েছে। বিষয়টি নিয়ে এলাকায় নানা আলোচনা ও সন্দেহ দেখা দিয়েছে।
এদিকে দুই ছেলেকে হারিয়ে শোকে পাথর ইয়াসিনের বাবা-মা। এক মাসের ব্যবধানে পরিবারের দুই সন্তানের মৃত্যুতে তারা প্রায় বাকরুদ্ধ হয়ে পড়েছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফইম উদ্দিন বলেন, “প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য নীলফামারী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট আসার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।”
মন্তব্য করুন