তিস্তা নদী পুনর্বাসন ও বহুমুখী ব্যবস্থাপনা প্রকল্পটি অনেক দিন ধরেই ঝুলে আছে। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালে একদিকে ভারতকে খুশি করা অন্যদিকে চীনের সঙ্গে একই প্রকল্প নিয়ে এগোতে বারবার হিসাব-নিকাশ করেছে। তবে রাজনৈতিক পটপরিবর্তনের পর এই প্রকল্পে নতুন করে আশাবাদী হয়ে উঠেছে চীন। দেশটি বলছে, বাংলাদেশ সম্মতি দিলে দ্রুতই তারা এই প্রকল্পের কাজ শুরু করতে পারবে।
মঙ্গলবার (২৯ জুলাই) জাতীয় প্রেসক্লাবে ‘ডিক্যাব টক’ অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এই কথা জানান। কূটনৈতিক রিপোর্টারদের সংগঠন ডিক্যাব এই অনুষ্ঠানের
চীনের রাষ্ট্রদূত বলেন, তিস্তা নদী পুনর্বাসন ও বহুমুখী ব্যবস্থাপনা প্রকল্প বাস্তবায়নে চীন সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। বাংলাদেশ সরকার সিদ্ধান্ত নিলে চীন দ্রুত প্রকল্পের কাজ শুরু করতে পারবে।
রাষ্ট্রদূত বলেন, তিস্তা প্রকল্প বাস্তবায়নে চীন সব ধরনের কারিগরি ও আর্থিক সহায়তা দিতে প্রস্তুত। এখন সিদ্ধান্ত বাংলাদেশ সরকারের হাতে।
দীর্ঘদিন ধরেই তিস্তা নদীকে ঘিরে একটি পূর্ণাঙ্গ পানি ব্যবস্থাপনা ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের পরিকল্পনা রয়েছে। চীনের অর্থায়নে এ প্রকল্প বাস্তবায়নের আলোচনা চললেও এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
মন্তব্য করুন