গাইবান্ধার ফুলছড়ি উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুস সোবহান নিজ কর্মস্থলে মারা গেছেন। আজ সোমবার (২৮ জুলাই) সাড়ে ৯ টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান।
নিহত আবদুস সোবহানের বাড়ি কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলায়। তিনি ২০২১ সালের ২৫ জুলাই গাইবান্ধার ফুলছড়ি উপজেলা নির্বাচন কর্মকর্তা হিসেবে যোগদান করেন।
সহকারি উপজেলা নির্বাচন কর্মকর্তা আশরাফ হোসেন জানান, সকালে উপজেলা চত্ত্বরে আবদুস সোবহান হাটিহাটি করে কোয়াটারে যান। সেখানে
হৃদরোগে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েন।
পরে সেখানে চিকিৎসককে নিয়ে গেলে, পরীক্ষা-নিরাক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, ঊর্ধ্বতন কর্মকর্তা ও নিহতের স্বজনদের অবগত করা হয়েছে। নিহতের মেয়ে জামাই ঘটনাস্থলে আসছেন। লাশ তাঁর কাছে বুঝিয়ে দেওয়া হবে। আবদুস সোবহানের এমন মৃত্যুতে আমরা শোকাহত। পরিবারের প্রতি সমবেদনা জানাই। মহান আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করেন। এখানে প্রথম জানাজা শেষে লাশ গ্রামের বাড়িতে পাঠানো হবে।
বিষয়টি নিশ্চিত করেন ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা জগৎবন্ধু মন্ডল। তিনি মুঠোফোনে জানান, নিহত আবদুস সোবহান ফজরের নামাজ শেষে সকালে উপজেলা চত্বরে হাটেন। তিনি উপজেলা কোয়ার্টারে থাকতেন। আজ সকাল সাড়ে নয়টার দিকে কর্মস্থলে না আসায়,অফিস থেকে একজন সহকারি তাকে ডাকতে যান। এসময় আবদুস সোবহানকে মেঝেতে পড়ে থাকতে দেখেন। পরে তাকে উদ্ধার করে চিকিৎসকের কাছে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
মন্তব্য করুন