উত্তরায় বিমান বিধ্বস্তে ক্ষতিগ্রস্ত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ আগামী ২৭ জুলাই, রোববার থেকে সীমিত পরিসরে পুনরায় শ্রেণিকক্ষে পাঠদান শুরু করতে যাচ্ছে। প্রাথমিক পর্যায়ে নবম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের ক্লাস নেওয়া হবে। পরবর্তী সময়ে ধাপে ধাপে অন্যান্য শ্রেণির পাঠদান চালু করা হবে।
বুধবার (২৩ জুলাই) রাতে এ তথ্য নিশ্চিত করেছেন প্রতিষ্ঠানটির জনসংযোগ কর্মকর্তা শাহ বুলবুল। তিনি জানান, বিমান দুর্ঘটনার ফলে প্রতিষ্ঠানটি মারাত্মক ক্ষতির মুখে পড়ে। শিক্ষার্থীদের মানসিক অবস্থা বিবেচনা করে এবং শিক্ষার ধারাবাহিকতা বজায় রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর আগে, গত সোমবার (২১ জুলাই) দুপুরে বাংলাদেশ বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনের ওপর বিধ্বস্ত হয়। মর্মান্তিক এই ঘটনায় অনেক হতাহতের খবর পাওয়া গেছে।
দুর্ঘটনায় প্রাণহানির সংখ্যা বেড়ে ৩২ জন।
আইএসপিআর-এর দেওয়া সর্বশেষ তথ্যানুসারে, মঙ্গলবার রাত সাড়ে ৮টা পর্যন্ত দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩২ জনে। এছাড়া এখনো ১৬৫ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন ১১ জনের মৃত্যু হয়েছে, যেখানে বর্তমানে ৪৫ জন দগ্ধ অবস্থায় চিকিৎসা নিচ্ছেন। সিএমএইচ-এ মারা গেছেন ৯ জন, সেখানে আরও ১৫ জন ভর্তি রয়েছেন। ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন দগ্ধ রোগীর সংখ্যা ৫৭।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2025 RCTV ONLINE. All rights reserved.