আন্তর্জাতিক রুটে চলাচলকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ড্রিমলাইনার উড়োজাহাজে আবারও যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে। ফ্লাইট নম্বর বিজি-১৪৪, যা দুবাই থেকে ছেড়ে এসেছিল, বৃহস্পতিবার সকাল ৭টা ১৫ মিনিটে ২৮৭ জন যাত্রী নিয়ে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
ফ্লাইটটির পরবর্তী গন্তব্য ছিল ঢাকা। তবে সকাল ৮টা ৩৭ মিনিটে চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই যান্ত্রিক সমস্যার ইঙ্গিত পান পাইলট। জানা গেছে, উড্ডয়নের পর উড়োজাহাজটির ল্যান্ডিং গিয়ারের দরজা ঠিকভাবে বন্ধ হচ্ছিল না, ফলে অতিরিক্ত জ্বালানি খরচ হচ্ছিল। এ পরিস্থিতিতে পাইলট ঝুঁকি না নিয়ে জরুরি সিদ্ধান্তে বিমানটি আবারও চট্টগ্রামে ফিরিয়ে আনেন এবং সকাল ৮টা ৫৮ মিনিটে নিরাপদে অবতরণ করেন।
চট্টগ্রাম বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, বিমানের যাত্রীদের কেউ আহত হননি এবং সবাই নিরাপদে রয়েছেন। তারা আপাতত বিমানবন্দরে অবস্থান করছেন। বিমানটি বর্তমানে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের বে নম্বর ৮-এ রাখা হয়েছে।
সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, যান্ত্রিক ত্রুটি দূর করার পর ফ্লাইটটি সকাল ১০টা ৫০ মিনিটে ঢাকা অভিমুখে পুনরায় যাত্রা শুরু করে।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2025 RCTV ONLINE. All rights reserved.