স্থগিত হওয়া এইচএসসির পরীক্ষার পরিবর্তিত সূচি প্রকাশ করা হয়েছে। এতে স্থগিত হওয়া সব পরীক্ষার জন্য নতুন তারিখ ঘোষণা করা হয়েছে।
বুধবার (২৩ জুলাই) আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক ও ঢাকা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দারের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২২ জুলাইয়ের পরীক্ষা ১৭ আগস্ট এবং ২৪ জুলাইয়ের পরীক্ষা ১৯ আগস্ট নেওয়া হবে। এছাড়া বন্যার কারণে গত ১০ জুলাই কুমিল্লা বোর্ডের স্থগিত পরীক্ষাগুলো ১২ আগস্ট নেওয়া হবে। আর গোপালগঞ্জে সংঘর্ষে ঘটনায় গত ১৭ জুলাই জেলার এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছিল। জেলার এ দিনের পরীক্ষা ১৪ আগস্ট অনুষ্ঠিত হবে।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2026 RCTV ONLINE. All rights reserved.