জনপ্রিয় ফুটবল ক্লাব ম্যানচেস্টার সিটির সাথে নতুন চুক্তিতে স্বাক্ষর করেছেন আর্লিং হালান্ড।চুক্তির ফলে ২০৩৪ সাল পর্যন্ত প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নদের সাথে থাকবেন তিনি।
গতকাল শুক্রবার ২৪ বছর বয়সী এই খেলোয়াড়ের জন্য সাড়ে নয় বছরের নতুন চুক্তি ঘোষণা করেছে।
২০২২ সালে বরুশিয়া ডর্টমুন্ড থেকে ম্যানসিটিতে যোগদানের পর থেকে ১২৫ ম্যাচে ১১১ গোল করেছেন হালান্ড।
এই চুক্তি স্বাক্ষর করার মাধ্যমে তার পূর্বের সব রিলিজ ক্লজ বাতিল করা হয়েছে।
হালান্ডের নতুন চুক্তিটি ক্রীড়া জগতে অন্যতম লাভজনক চুক্তি হিসেবে বিবেচিত হচ্ছে।
২৪ বছর বয়সী হালান্ড তার আগের চুক্তি অনুযায়ী প্রতি সপ্তাহে পৌনে চার লাখ পাউন্ড বেতন পেতেন।
তবে একাধিক বড় ধরনের প্রায় নিশ্চিত বোনাসের কারণে তার সাপ্তাহিক আয় সাড়ে আট লাখ পাউন্ডের বেশি পরিমাণে পৌঁছে যায়।
পূর্বের চুক্তি অনুযায়ী ২০২৭ সালের গ্রীষ্ম পর্যন্ত সিটিতে থাকার কথা ছিল হালান্ডের।
এই চুক্তি যখন শেষ হবে নরওয়েজিয়ান এই ফরোয়ার্ডের বয়স হবে ৩৪ বছর।
তবে বেশ কিছু দিন থেকেই গুঞ্জন ছিল তার প্রতি আগ্রহ দেখিয়েছিল বর্তমান ইউরোপিয়ান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2025 RCTV ONLINE. All rights reserved.