প্রচণ্ড দাবদাহের মাঝে উত্তরের জেলা পঞ্চগড়ে দেখা দিয়েছে অপ্রত্যাশিত ও বিরল এক আবহাওয়া ঘন কুয়াশা।
আজ বুধবার (২৩ জুলাই ) ভোর রাত থেকে সকাল ৭ টা পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারি কুয়াশার দেখা মেলে, যা চমকে দিয়েছে স্থানীয় বাসিন্দাদের।
পঞ্চগড় সদরের বিশমনি এলাকার বাসিন্দা রিফাত ইসলাম জানান, “গত কয়েকদিন ধরে প্রচণ্ড গরম পড়ছে। দিনরাত কষ্টে পার করছি। আজ ভোরে ঘুম থেকে উঠে দেখি চারদিক কুয়াশায় ঢাকা।”
স্থানীয় আরেক বাসিন্দা হাফেজ মোশাররফ বলেন, “এ রকম ব্যতিক্রমী আবহাওয়া আমি আগে কখনো দেখিনি। সকালে নামাজ পড়ে হাঁটতে বের হই প্রায় প্রতিদিন। কিন্তু আজ সকালে উঠে দেখি পুরো এলাকা কুয়াশায় ঢাকা, প্রায় সকাল আটটা পর্যন্ত।”
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় জানান, আকাশে ধূলিকণার (ডাস্ট) পরিমাণ বেড়ে যাওয়ার ফলে এই ব্যতিক্রমী কুয়াশার সৃষ্টি হয়েছে। তিনি বলেন, “আকাশে জমে থাকা ধূলিকণা কুয়াশায় রূপ নিয়েছে।”
এই দিনে সকাল ৯টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ২৭.৮ ডিগ্রি সেলসিয়াস, যেখানে আগের দিন (মঙ্গলবার ) দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭ ডিগ্রি সেলসিয়াস।
এই আবহাওয়ার প্রেক্ষাপটে আশার কথা জানিয়ে তিনি আরও বলেন, “গ্রীষ্মের এই দাবদাহের মাঝে আগামী কয়েক দিনে দেশের উত্তরাঞ্চলে বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।
পঞ্চগড়ের বাসিন্দাদের জন্য এ এক চমকপ্রদ অভিজ্ঞতা হলেও আবহাওয়া পরিবর্তনের এ ধরনের ব্যতিক্রমী দৃষ্টান্ত পরিবেশগত পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে কি না, তা নিয়ে ভাবছে অনেকে। আগামী দিনগুলোয় আবহাওয়ার আচরণ কেমন হবে, সেটিই এখন দেখার বিষয়।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2025 RCTV ONLINE. All rights reserved.