উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের চিকিৎসায় সহায়তা করতে ভারত বিশেষজ্ঞ চিকিৎসক, নার্স ও প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম পাঠাচ্ছে। এ ঘটনায় নিহতদের প্রতি সমবেদনা জানিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অগ্নিদগ্ধদের চিকিৎসার জন্য বিশেষজ্ঞ চিকিৎসক দল প্রেরণের আশ্বাস দিয়েছিলেন।
ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশন সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী মোদির প্রতিশ্রুতির আলোকে শিগগিরই এই চিকিৎসক দল বাংলাদেশে পৌঁছাবে। হাই কমিশনের ভেরিফায়েড ফেসবুক পেজে বুধবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২১ জুলাই প্রধানমন্ত্রী মোদি ঢাকায় এ বিমান দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন। এরই ধারাবাহিকতায় অগ্নিদগ্ধ রোগীদের চিকিৎসার জন্য বিশেষায়িত ডাক্তার ও নার্সদের একটি দল ঢাকায় আসছেন। তারা রোগীদের অবস্থা মূল্যায়ন করে প্রয়োজনে ভারতে উন্নত চিকিৎসার সুপারিশ করবেন।
চিকিৎসক দলের প্রাথমিক মূল্যায়নের ভিত্তিতে প্রয়োজনে অতিরিক্ত বিশেষজ্ঞ দলও পাঠানো হতে পারে বলে জানানো হয়েছে।
এর আগে, বাংলাদেশ সরকারের কাছে আহতদের চিকিৎসা সংক্রান্ত জরুরি তথ্য চেয়ে চিঠি পাঠায় ভারতীয় হাই কমিশন। মঙ্গলবার (২২ জুলাই) পাঠানো ওই চিঠিতে দুর্ঘটনায় আহতদের দ্রুত চিকিৎসা নিশ্চিত করতে ভারতের পক্ষ থেকে সম্ভাব্য সব ধরনের সহযোগিতার ইচ্ছা প্রকাশ করা হয়।
‘আমার চোখের সামনে ছেলে আগুনে আটকা’
এদিকে, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে এক অভিভাবক মর্মস্পর্শী বর্ণনা দিয়েছেন, কীভাবে তিনি নিজ চোখে দেখেছেন তার সন্তান অগ্নিকাণ্ডের মধ্যে আটকা পড়েছে।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2025 RCTV ONLINE. All rights reserved.