দেশের স্বর্ণ বাজারে আবারও মূল্যবৃদ্ধি হয়েছে। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম বাড়ার প্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন দাম আজ বুধবার (২৩ জুলাই) থেকে কার্যকর হবে।
মঙ্গলবার (২২ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, স্বর্ণের দাম প্রতি ভরিতে সর্বোচ্চ ১,০৫০ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরির (১১.৬৬৪ গ্রাম) নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৭১ হাজার ৬০১ টাকা।
এর পাশাপাশি ২১ ক্যারেটের স্বর্ণের দাম বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬৩ হাজার ৭৯৮ টাকা, যা পূর্বের তুলনায় ১ হাজার ৪ টাকা বেশি। ১৮ ক্যারেট স্বর্ণের দাম ৮৫২ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৪০ হাজার ৪০০ টাকা। সনাতন পদ্ধতির স্বর্ণের দাম বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ১ লাখ ১৬ হাজার ১২৭ টাকা, যা পূর্বের চেয়ে ৭৩৫ টাকা বেশি।
বাজুসের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরিতে তারতম্য হতে পারে।
উল্লেখ্য, এর আগে চলতি মাসের ২ জুলাই স্বর্ণের দাম বাড়ানো হয় এবং ৮ জুলাই কিছুটা কমানো হয়েছিল। বাজার পরিস্থিতি পর্যবেক্ষণ করে এবং তেজাবী স্বর্ণের দাম বৃদ্ধির কারণে আবারও দাম সমন্বয় করেছে বাজুস।
অন্যদিকে, স্বর্ণের দামের পাশাপাশি রুপার দামে কোনো পরিবর্তন আনা হয়নি। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম অপরিবর্তিতভাবে ২ হাজার ৮১১ টাকা রাখা হয়েছে। এছাড়া ২১ ক্যারেট ২ হাজার ৬৮৩ টাকা, ১৮ ক্যারেট ২ হাজার ২৯৮ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ১ হাজার ৭২৬ টাকা ভরিপ্রতি বিক্রি হচ্ছে।
এই মূল্যবৃদ্ধি দেশের ক্রেতাদের জন্য একধরনের চাপ সৃষ্টি করলেও বাজুস বলছে, আন্তর্জাতিক বাজার ও স্থানীয় তেজাবী স্বর্ণের দামের সঙ্গে সামঞ্জস্য রাখতে গিয়েই এই সমন্বয় করা হয়েছে।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2025 RCTV ONLINE. All rights reserved.