এইচএসসি পরীক্ষার সময়সূচি নিয়ে রাত ৩টায় ঘোষণায় ক্ষোভ:
শিক্ষার্থীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর ধাওয়া-পাল্টা ধাওয়ায় সচিবালয়ের সামনে সংঘর্ষের ঘটনায় অন্তত ৫০ জন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বিকেলে। পরে আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়।
এইচএসসি পরীক্ষার সময়সূচি নিয়ে রাত ৩টায় হঠাৎ সিদ্ধান্তের প্রতিবাদে শিক্ষার্থীরা সচিবালয়ের সামনে জমায়েত হলে পুলিশের সঙ্গে তাদের ধাক্কাধাক্কি হয়। উত্তপ্ত পরিস্থিতিতে সংঘর্ষ ছড়িয়ে পড়ে, যেখানে পুলিশের লাঠিচার্জ ও অন্যান্য ব্যবস্থায় বহু শিক্ষার্থী আহত হন।
আহতদের মধ্যে বেশিরভাগই শিক্ষার্থী। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। ঢামেক হাসপাতালে জরুরি চিকিৎসা দেওয়া হচ্ছে।
ঘটনার পর এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় ও প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। তবে শিক্ষার্থীদের দাবি, পরীক্ষার সময়সূচি পুনর্বিবেচনা করে তাদের যুক্তিসঙ্গত মানদণ্ডে সিদ্ধান্ত নেওয়া হোক।
এই সংঘর্ষের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে viral হওয়ায় ঘটনাটি জাতীয় পর্যায়ে আলোচনায় উঠে এসেছে।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2025 RCTV ONLINE. All rights reserved.