খুলনার দাকোপ উপজেলায় এক পথসভায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, "বিগত দিনগুলোতে আমরা যা দেখেছি, তা শাসন নয়, শোষণ ছিল। আমরা সৎ শাসক চাই, কোরআনের শাসন চাই।"
মঙ্গলবার (২২ জুলাই) সকালে চালনা বিলালিয়া আলিম মাদ্রাসা ময়দানে দাকোপ উপজেলা জামায়াতের আয়োজিত এই সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে তিনি জামায়াত নেতা মাওলানা আবু সাঈদের কবর জিয়ারত ও শোকাহত পরিবারের সাথে সাক্ষাৎ করেন।
"শহীদ হয়ে বিদায় নিতে চাই"
সমাবেশে ডা. শফিকুর রহমান বলেন, "ঢাকায় জামায়াতের জাতীয় সমাবেশে অসুস্থ হয়ে পড়ার ঘটনা প্রসঙ্গে আমি বলেছিলাম, সেদিনই যদি আমার মৃত্যু হতো! আমি দ্বীনের পথে লড়াই করে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত থাকতে চাই। আর বিদায় নিতে চাই শহীদ হয়ে। রক্তের চাদর গায়ে দিয়ে আল্লাহর সামনে হাজির হতে চাই, যেন বলতে পারি—হে প্রভু, বাংলাদেশকে কোরআনের শাসন দান করুন।"
তিনি আরও বলেন, "মাওলানা আবু সাঈদ ইসলামী আন্দোলনে অংশ নিয়ে শহীদ হয়েছেন। চব্বিশের আন্দোলনে আমাদের আরেক সন্তানও শহীদ হয়েছেন। জালিম শাসকের আমলে আমাদের নেতা-কর্মীদের রক্ত দিয়ে এই পথ রঞ্জিত হয়েছে। আল্লাহ যেন তাদের সবাইকে কবুল করেন।"
বিমান দুর্ঘটনায় শোক প্রকাশ
উত্তরার বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণ করে তিনি বলেন, "গতকাল বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে অনেক শিক্ষার্থী ও শিক্ষক প্রাণ হারিয়েছেন। চিকিৎসকরা বলছেন, আরও ৩০ জনের অবস্থা আশঙ্কাজনক। আল্লাহ যেন তাদের সুস্থতা দান করেন এবং তাদের পরিবারের মাঝে ফিরিয়ে দেন।"
সমাবেশে উপস্থিত নেতৃবৃন্দ
দাকোপ উপজেলা ভারপ্রাপ্ত আমির মাওলানা আকতার হোসেনের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা মো. ওয়াহিদুজ্জামানের সঞ্চালনায় এ সমাবেশে বিশেষ অতিথি ছিলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। এছাড়াও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের জামায়াত ও ছাত্রশিবিরের নেতারা।
নেতার সড়ক দুর্ঘটনায় মৃত্যু
উল্লেখ্য, গত ১৯ জুলাই ফরিদপুরের ভাঙ্গায় একটি বাসের ধাক্কায় দাকোপ উপজেলা জামায়াত আমির মাওলানা আবু সাঈদ নিহত হন। এ ঘটনায় আরও দুই জামায়াত কর্মী আহত হয়েছিলেন, যারা বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2025 RCTV ONLINE. All rights reserved.