রাষ্ট্রীয় শোকের মধ্যেই আজ মিরপুরে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচ। উত্তরায় বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে সারা দেশজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। এমন পরিস্থিতিতেও সন্ধ্যা ৬টায় সিরিজের দ্বিতীয় ম্যাচে জয় নিশ্চিত করার লক্ষ্যে মাঠে নামবে বাংলাদেশ টাইগার্স।
গত ম্যাচে সাত উইকেটের জয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে বাংলাদেশ। আজ জয় পেলে এক ম্যাচ বাকি থাকতেই তারা সিরিজ জয় নিশ্চিত করবে। অন্যদিকে, পাকিস্তানকে সিরিজে টিকে থাকতে হলে এই ম্যাচে জিততেই হবে।
মিরপুরের ধীরগতির পিচে প্রথম ম্যাচে স্পিনারদের দাপট ছিল লক্ষণীয়। পাকিস্তানের কোচ মাইক হেসন উইকেটের অবস্থা নিয়ে অসন্তোষ প্রকাশ করলেও দ্বিতীয় ম্যাচেও একই ধরনের পিচ পাওয়ার ইঙ্গিত মিলেছে। ফলে বাংলাদেশ প্রথম ম্যাচের বিজয়ী একাদশেই আস্থা রাখতে পারে বলে ধারণা করা হচ্ছে।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ:
তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, লিটন দাস (অধিনায়ক), তাওহীদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, জাকের আলী অনিক, শেখ মেহেদী হাসান, তানজিম হাসান সাকিব, রিশাদ হোসেন, মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ।
পাকিস্তানের সম্ভাব্য একাদশ:
সাইম আইয়ুব, সাহিবজাদা ফারহান, মোহাম্মদ হারিস, হাসান নওয়াজ, সালমান আলী আগা (অধিনায়ক), খুশদিল শাহ, হুসাইন তালাত, ফাহিম আশরাফ, আব্বাস আফ্রিদি, সালমান মির্জা ও আবরার আহমেদ।
শোকের ছায়ায় বিশেষ ব্যবস্থা:
আজকের ম্যাচে বিসিবি বেশ কিছু বিশেষ ব্যবস্থা নিয়েছে। ম্যাচ শুরুর আগে এক মিনিট নীরবতা পালন, খেলোয়াড়দের কালো ব্যাজ পরিধান, জাতীয় পতাকা অর্ধনমিত রাখা এবং স্টেডিয়ামে সকল প্রকার গান-বাজনা বন্ধ রাখা হবে—যা জাতির শোক প্রকাশের অংশ।
শোকের আবহেও মাঠে চলবে ক্রিকেটের লড়াই। তবে বাংলাদেশের জন্য আজকের এই ম্যাচ শুধু একটি খেলা নয়, বরং জাতীয় সম্মান রক্ষার প্রতীক হয়ে উঠেছে।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2025 RCTV ONLINE. All rights reserved.