রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে অবস্থিত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শনে এসে শিক্ষার্থীদের প্রতিবাদের মুখে পড়েছেন প্রতিষ্ঠানটির আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল ও শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি. আর. আবরার।
মঙ্গলবার (২২ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে কলেজের দুর্ঘটনাকবলিত হায়দার আলী ভবন পরিদর্শন শেষে বের হওয়ার সময় শিক্ষার্থীরা তাদের পথরোধ করেন এবং ‘ভুয়া’, ‘ভুয়া’ স্লোগান দিতে থাকেন।
বর্তমানে দুই উপদেষ্টা স্কুলের ভবন-৫-এ অবস্থান করছেন এবং সেখানে তারা একটি বৈঠকে বসেছেন। অন্যদিকে, বাইরে শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন।
বিক্ষুব্ধ শিক্ষার্থীরা জানান, এইচএসসি পরীক্ষা পেছানোর ঘোষণায় বিলম্ব, দুর্ঘটনায় নিহত ও নিখোঁজদের প্রকৃত সংখ্যা গোপন রাখাসহ একাধিক বিষয়ে তারা উপদেষ্টাদের প্রতি অসন্তুষ্ট।
একদিন আগে কলেজ ক্যাম্পাসসংলগ্ন এলাকায় একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে শিক্ষার্থীদের প্রাণহানির ঘটনা ঘটে। এতে হতাহতদের স্মরণে এবং ঘটনার প্রতিবাদে শিক্ষার্থীরা ছয় দফা দাবি তুলে ধরেন।
তাদের দাবিগুলো হলো:
নিহতদের পূর্ণাঙ্গ নাম-ঠিকানা প্রকাশ
আহতদের নির্ভুল তালিকা প্রকাশ
শিক্ষকদের সঙ্গে অসদাচরণের জন্য নিঃশর্ত ক্ষমা প্রার্থনা
ক্ষতিগ্রস্তদের জন্য উপযুক্ত ক্ষতিপূরণ প্রদান
ঝুঁকিপূর্ণ প্রশিক্ষণ প্লেন বাতিল
প্রশিক্ষণ পদ্ধতির আমূল সংস্কার
বিক্ষোভকারীরা জানান, তারা কোনো সহিংসতা চান না, বরং শান্তিপূর্ণভাবে নিজেদের অবস্থান জানাচ্ছেন। তারা বলেন, “এত বড় দুর্ঘটনার পরেও কেউ দায় নিচ্ছে না, কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না। এই অবিচারের আমরা বিচার চাই।”
শোক আর প্রতিবাদের মাঝে শিক্ষার্থীরা ‘বিচার চাই না, সন্তানের লাশ চাই’, ‘সঠিক লাশের হিসাব চাই’—এমন ব্যানার ও প্ল্যাকার্ড হাতে নিয়ে গোলচত্বরে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন।
পুলিশ শিক্ষার্থীদের সরে যেতে বললেও তারা শান্তিপূর্ণভাবে কর্মসূচি চালিয়ে যাচ্ছে, যা এখনো অব্যাহত রয়েছে।
Ask ChatGPT
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2025 RCTV ONLINE. All rights reserved.