৯ বছর পর টি-টোয়েন্টিতে পাকিস্তানের বিপক্ষে জয় পেয়েছে বাংলাদেশ। মিরপুরে সিরিজের প্রথম ম্যাচে সফরকারীদের ৭ উইকেটে হারিয়েছে লিটন দাসের নেতৃত্বাধীন টাইগাররা। তিন ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে স্বাগতিকরা।
এই জয়ে বাংলাদেশের সামনে দারুণ একটি সুযোগ তৈরি হয়েছে, পাকিস্তানের বিপক্ষে প্রথমবারের মতো টি-টোয়েন্টি সিরিজ জয়ের। বাকি দুটি ম্যাচের যে কোনো একটিতে জিতলেই সিরিজ নিজেদের করে নিতে পারবে টাইগাররা।
আগামী মঙ্গলবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে দুই দল। এই ম্যাচ জিতলেই সিরিজ নিশ্চিত হবে বাংলাদেশের। হেরে গেলেও তৃতীয় ম্যাচে ট্রফি জয়ের সুযোগ থাকবে লিটনদের সামনে। তবে টাইগাররা নিশ্চয়ই অপেক্ষা বাড়াতে চাইবে না।
বাংলাদেশের জন্য এটি হতে পারে টানা দুটি টি-টোয়েন্টি সিরিজ জয়ের নজিরও। এর আগে ২০২১ সালে জিম্বাবুয়ে, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডকে হারিয়ে টানা সিরিজ জিতেছিল দলটি। এরপর ২০২২-২৩ সালে জয় এসেছিল আরব আমিরাত, ইংল্যান্ড, আয়ারল্যান্ড ও আফগানিস্তানের বিপক্ষে।
শ্রীলঙ্কার বিপক্ষে সদ্য শেষ হওয়া সিরিজেও প্রথমবারের মতো টি-টোয়েন্টি শিরোপা জিতেছে বাংলাদেশ। সেই আত্মবিশ্বাস নিয়েই পাকিস্তানের বিপক্ষে মাঠে নেমেছে দলটি। প্রথম ম্যাচে পাকিস্তানকে ১১০ রানে অলআউট করে, ২৭ বল ও ৭ উইকেট হাতে রেখে জয় নিশ্চিত করেছে টাইগাররা।
ম্যাচসেরা পারভেজ হোসেন ইমন অপরাজিত ৫৬ রানের ইনিংস খেলে দলের জয়ে বড় ভূমিকা রাখেন। তিনি বলেন, “শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ থেকে আমরা দারুণ আত্মবিশ্বাস নিয়ে ফিরেছি। আজও সেটাই মাঠে কাজে লাগাতে চেয়েছি।”
দ্বিতীয় ম্যাচের একাদশে খুব একটা পরিবর্তনের সম্ভাবনা নেই বাংলাদেশের। একইসঙ্গে পাকিস্তানও তাদের একাদশে পরিবর্তন নাও আনতে পারে
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2025 RCTV ONLINE. All rights reserved.