রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনাকে স্মরণ করে এক মিনিট নীরবতা পালন করবে দেশের সব আদালত। এরই ধারাবাহিকতায় শোক জানিয়ে দিনের বিচারিক কাজ শুরুর আগে এক মিনিট নিরবতা পালন করেছে দেশের সর্বোচ্চ আদালত আপিল বিভাগ।
মঙ্গলবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ হতাহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করেন। এসময় বিচারপতিদের পাশাপাশি আইনজীবীরাও দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করেন।
সুপ্রিম কোর্টের গণসংযোাগ কর্মকর্তা এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, দিনের বিচারকাজের শুরুতে হাইকোর্টকেও এক মিনিট নিরবতা পালন করতে নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি।
এছাড়া মঙ্গলবার (২২ জুলাই) সকালে প্রধান বিচারপতির নির্দেশক্রমে অধস্তন আদালতেও এ নির্দেশনা পাঠানো হয়েছে। সব আদালতকে বিচারকাজের শুরুতে এক মিনিট নীরবতা পালনের নির্দেশনা দেওয়া হয়েছে।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2025 RCTV ONLINE. All rights reserved.