রাজধানীর উত্তরায় মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের মেট্রো রেলে বহনে একটি বগি রিজার্ভ রাখা হয়েছে।
সোমবার (২১ জুলাই) দুপুরে পুলিশ সদর দপ্তর জানিয়েছে, মাইলস্টোন কলেজে দুর্ঘটনায় আহতদের মেট্রো রেলে বহনের জন্য নারী বগির পাশের বগি রিজার্ভ রাখা হয়েছে।
প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত : বার্ন ইনস্টিটিউটে আরো একজনের মৃত্যু
সোমবার দুপুর ১টার পর রাজধানীর উত্তরায় দুর্ঘটনায় পড়ে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান। বিমানটি উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে গিয়ে পড়ে এবং বিধ্বস্ত হয়।
সঙ্গে সঙ্গে বিমান ও স্কুল ভবনটিতে আগুন ধরে যায়। যে ভবনে এটি বিধ্বস্ত হয় সেখানে বহু স্কুল পর্যায়ের শিক্ষার্থী ছিল বলে জানা গেছে। যাদের বেশির ভাগই হতাহত হয়েছে।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2025 RCTV ONLINE. All rights reserved.