খুলনার বটিয়াঘাটা উপজেলার স্বপ্নপুরী এলাকার বাসিন্দা দীপ রায় (২৫) করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। সোমবার (২১ জুলাই) ভোররাতে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। চলতি বছরে খুলনায় করোনা আক্রান্ত হয়ে এটিই প্রথম মৃত্যুর ঘটনা।
খুমেক হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) এবং ডেঙ্গু-করোনার ফোকাল পার্সন ডা. খান আহমেদ ইশতিয়াক জানান, দীপ রায় আগে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন। অবস্থার অবনতি হলে রোববার বিকেলে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয় এবং সেখানে লাইফ সাপোর্টে রাখা হয়। তবে অবশেষে চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে সোমবার ভোররাতে তিনি মৃত্যুবরণ করেন।
ডা. ইশতিয়াক আরও জানান, বর্তমানে খুমেক হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে ১০ জন রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে এখন একজন চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
স্বাস্থ্য কর্মকর্তারা জানান, করোনা সংক্রমণ নিম্নমুখী থাকলেও মৃত্যুর ঝুঁকি এখনো রয়ে গেছে।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2025 RCTV ONLINE. All rights reserved.