আবারও যান্ত্রিক ত্রুটিতে আটকে গেছে মেট্রোরেল চলাচল। এবার রাজধানীর উত্তরা থেকে ছেড়ে আসা মেট্রোরেলের একটি ট্রেন যান্ত্রিক ত্রুটির কারণে ফার্মগেট স্টেশনে এসে আটকে যায়।
আজ সোমবার (২১ জুলাই) সকাল ৯টা ২০ মিনিটে এ ঘটনা ঘটে। যদিও পাঁচ মিনিট পর ট্রেন চলাচল আবার স্বাভাবিক হয়ে যায়। এসময় যাত্রীরা জানান, বিজয় সরণির মোড় পার হওয়ার পর ট্রেনটির অধিকাংশ আলো নিভে যায় এবং এসি বন্ধ হয়ে পড়ে। এই অবস্থায় ট্রেন ফার্মগেট পর্যন্ত আসে। পরে অনেক যাত্রী নেমে পড়েন। এর মধ্যে চলাচল স্বাভাবিক হয়ে যায়।
এ বিষয়ে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের উপপ্রকল্প পরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো. আহসানউল্লাহ শরিফী জানান, ফার্মগেট স্টেশনে মেট্রোরেল সাময়িকভাবে বন্ধ থাকলেও তা দীর্ঘস্থায়ী হয়নি।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2025 RCTV ONLINE. All rights reserved.