জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উদ্যোগে লালমনিরহাটে অনুষ্ঠিত হয়েছে ‘২৪-এর রঙে’ শীর্ষক গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা।
২০ জুলাই (রবিবার) বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত জেলা প্রশাসক ও জেলা শিক্ষা অফিসের যৌথ আয়োজনে জেলা শিক্ষা অফিস প্রাঙ্গণে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে জেলার পাঁচটি উপজেলার বাছাইকৃত ১০টি মাধ্যমিক বিদ্যালয় ও ৮টি কলেজের শিক্ষার্থীরা অংশ নেয়।
শিক্ষার্থীরা ২৪ এর জুলাইয়ের ঐতিহাসিক গণ অভ্যুত্থানে ঘটে যাওয়া ঘটনাবলি তাদের তুলিতে তুলে ধরে। চিত্রকর্মে গণ অভ্যুত্থানের চেতনা, সংগ্রাম ও সাহসিকতার প্রতিচ্ছবি ফুটে ওঠে।
প্রতিযোগিতা পরিদর্শন করেন লালমনিরহাট জেলা শিক্ষা অফিসার মজিবুর রহমান, জেলা প্রশাসকের প্রতিনিধি ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোনীতা দাশ এবং জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আবদুর রশিদ।
আয়োজকরা জানান, এ আয়োজনের মাধ্যমে নতুন প্রজন্ম ইতিহাস সম্পর্কে সচেতন হবে এবং তাদের সৃজনশীলতাও বিকশিত হবে।
মন্তব্য করুন