সড়ক দুর্ঘটনায় নিহত খুলনার দাকোপ উপজেলা জামায়াতের আমির মাওলানা আবু সাঈদের পরিবারের খোঁজখবর ও সান্ত্বনা জানাতে খুলনা সফরে যাচ্ছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
মঙ্গলবার (২২ জুলাই) সকালে তিনি ঢাকা থেকে খুলনার উদ্দেশে রওনা হবেন বলে নিশ্চিত করেছেন দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
তিনি জানান, আমিরে জামায়াত আগেই খুলনা যাওয়ার পরিকল্পনা করেছিলেন। তবে রোববার এক সমাবেশস্থলে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়লে চিকিৎসকদের পরামর্শে সফর স্থগিত করা হয়। সুস্থ হয়ে উঠলে তিনি মঙ্গলবার খুলনা সফরে যাচ্ছেন।
পরওয়ার আরও বলেন, “ডা. শফিকুর রহমান সকালে ঢাকা থেকে রওনা দিয়ে খুলনার দাকোপ উপজেলার মাওলানা আবু সাঈদের বাড়িতে যাবেন। সেখানে পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে সান্ত্বনা জানাবেন। এরপর তিনি মরহুমের কবর জিয়ারত করে ঢাকায় ফিরে আসতে পারেন।”
উল্লেখ্য, গত শুক্রবার (১৮ জুলাই) রাত ৩টার দিকে ফরিদপুরের ভাঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত হন মাওলানা আবু সাঈদ। ওই সময় তিনি জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে যোগ দিতে খুলনা থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়েছিলেন। পথিমধ্যে ভাঙ্গায় দাঁড়িয়ে থাকা একটি বাসের পেছনে রয়েল পরিবহনের আরেকটি বাস ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই মারা যান।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2025 RCTV ONLINE. All rights reserved.