লিওনেল মেসির ঝলকানো পারফরম্যান্সে ইন্টার মিয়ামি নিউইয়র্ক রেড বুলসকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে। ম্যাচে দুটি গোল ও দুটি অ্যাসিস্ট করে দলকে জয় এনে দেন ৩৮ বছর বয়সী এই তারকা।
ম্যাচের শুরুতে হোম দল রেড বুলস এগিয়ে যায় আলেকজান্ডার হাকের গোলে। তবে ২৪তম মিনিটে মেসির চমৎকার থ্রু পাস থেকে জর্দি আলবা সমতা ফেরান। এরপর মেসির আরেকটি পাস থেকে আলবার বাড়ানো বল গোল করে তরুণ ভেনেজুয়েলান মিডফিল্ডার তেলাস্কো সেগোভিয়া। প্রথমার্ধেই সেগোভিয়ার আরেকটি গোলে ৩-১ ব্যবধানে এগিয়ে যায় মিয়ামি।
দ্বিতীয়ার্ধে মেসি নিজেই গোলের খেলায় নামেন। ৬০তম মিনিটে বুসকেটসের পাস থেকে নিচু শটে গোল করেন তিনি। ৮৫তম মিনিটে সুয়ারেজের পাস থেকে মেসি তার দ্বিতীয় গোলটি করে ম্যাচের চূড়ান্ত স্কোর ঠিক করেন ৫-১।
গত সাত ম্যাচের ছয়টিতেই জোড়া গোল করেছেন মেসি। তার নেতৃত্বে ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট টেবিলে পঞ্চম স্থানে উঠে এসেছে ইন্টার মিয়ামি। শীর্ষ দলের সাথে তাদের পয়েন্টের ব্যবধান এখন মাত্র ছয়।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2025 RCTV ONLINE. All rights reserved.