জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।
রোববার (২০ জুলাই) ফেসবুকের নিজস্ব ভেরিফায়েড অ্যাকাউন্টে এক পোস্টে তিনি বলেন, ‘‘গতকাল শনিবার সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশে অসুস্থ হওয়ার পর প্রধান উপদেষ্টা আমার শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজখবর নিয়েছেন এবং তার প্রেস সচিবকে হাসপাতালে পাঠিয়েছেন। আমি তার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। তার এই সহমর্মিতা আমার কাছে স্মরণীয় হয়ে থাকবে।’’
উল্লেখ্য, শনিবার বিকেল সোয়া ৫টার দিকে সমাবেশের মঞ্চে অসুস্থ হয়ে পড়ে যান ডা. শফিকুর রহমান। পরে তিনি উঠে দাঁড়িয়ে গরমের কারণে অসুস্থ হওয়ার কথা জানান। সমাবেশ শেষে তাকে হাসপাতালে নেওয়া হয়।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2025 RCTV ONLINE. All rights reserved.