রংপুরে সেনাবাহিনীর সদস্য পরিচয়ে প্রতারণার অভিযোগে আশিক হোসেন (২৩) নামে এক যুবককে আটক করেছে স্থানীয়রা। পরে সেনাবাহিনীর সদস্যরা তাকে উদ্ধার করে নিজেদের ক্যাম্পে নিয়ে যান।
ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (১৭ জুলাই) রাতে। এ বিষয়ে শুক্রবার (১৮ জুলাই) রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরপিএমপি) তাজহাট থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাজান আলী।
আটককৃত আশিক হোসেন কুড়িগ্রাম জেলার রাজারহাট থানার ফুলচৌকি এলাকার রাজা মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে আশিক হোসেন নিজেকে সেনাবাহিনীর সদস্য হিসেবে পরিচয় দিয়ে বিভিন্ন নারীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। সম্পর্কের সূত্র ধরে তাদের সঙ্গে শারীরিক সম্পর্ক এবং আর্থিক প্রতারণাও করতেন তিনি।
সাম্প্রতিক সময়ে কুড়িগ্রামের নাগেশ্বরীর এক তরুণীর সঙ্গে ফেসবুকে পরিচয়ের মাধ্যমে প্রেমের সম্পর্ক গড়ে তোলে আশিক। পরে সেই তরুণীকে নিয়ে একটি মেলায় ঘুরতে যায় এবং সেখান থেকে রংপুরে নিয়ে আসে। বিষয়টি জানতে পেরে তরুণীর মামা রংপুর শহরের সাতমাথা এলাকা থেকে তাদের আটক করে নিজ বাড়ি শেখ পাড়ায় নিয়ে যান।
সেখানে আশিক নিজেকে ‘জাহিদ চৌধুরী’ নামে পরিচয় দিয়ে দাবি করে, সে সাভার ক্যান্টনমেন্টে কর্মরত। পরবর্তীতে পরিচয়পত্র দেখতে চাইলে তার মিথ্যা পরিচয়ের বিষয়টি প্রকাশ পায়।
স্থানীয়রা তাকে আটক করে সেনাবাহিনীকে খবর দিলে তারা এসে আশিককে উদ্ধার করে ক্যাম্পে নিয়ে যায়। তার কাছ থেকে ‘আর্মি’ লেখা মানিব্যাগ ও ঘড়ি জব্দ করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে তাকে তাজহাট থানায় হস্তান্তর করা হয়।
এ ঘটনায় ভুক্তভোগী তরুণীর স্বজন রফিকুল ইসলাম তাজহাট থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন।
মন্তব্য করুন