চুলের সৌন্দর্য রক্ষায় আপনি যতই দামি শ্যাম্পু ব্যবহার করুন কিংবা স্পা করান, তেল ছাড়া চুলের প্রকৃত যত্ন সম্ভব নয়—এ কথা যুগ যুগ ধরে প্রমাণিত। কিন্তু বাজারে রয়েছে নানা ধরনের হেয়ার অয়েল, যার ভিড়ে কোনটি ব্যবহার করবেন, তা নিয়ে অনেকেই দ্বিধায় ভোগেন। চুল পড়া, খুশকি, রুক্ষতা, পাকা চুল—এমন হাজারো সমস্যার সহজ সমাধান হতে পারে রোজমেরি অয়েল।
বিভিন্ন গবেষণায় দেখা গেছে, নিয়মিত রোজমেরি অয়েল ব্যবহারে চুলের বিভিন্ন সমস্যা উল্লেখযোগ্যভাবে কমে যায়।
এই তেলে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টি-ইনফ্লেমেটরি ও অ্যান্টি-ফাঙ্গাল উপাদান। যা চুল ও স্ক্যাল্পের জন্য অত্যন্ত উপকারী। মাথার ত্বকে রোজমেরি অয়েল মালিশ করলে রক্ত সঞ্চালন বৃদ্ধি পায়, ফলে চুলের গোঁড়ায় পুষ্টি পৌঁছায়। এতে চুল পড়া কমে, গোড়া শক্ত হয় এবং খুশকির সমস্যাও নিয়ন্ত্রণে আসে।এমনকি পাকা চুল প্রতিরোধেও কার্যকর এই তেল।
রোজমেরি গাছের পাতা ও ফুল থেকে তৈরি এই তেল আপনি সহজেই বাজার থেকে কিনতে পারেন। তবে সঠিকভাবে ব্যবহারের কিছু নিয়ম রয়েছে। রোজমেরি এসেনশিয়াল অয়েল সরাসরি ব্যবহার না করে ক্যারিয়ার অয়েলের (যেমন নারিকেল তেল বা অলিভ অয়েল) সঙ্গে মিশিয়ে ব্যবহার করুন।
২ টেবিল চামচ তেলের সঙ্গে ৮-১০ ফোঁটা রোজমেরি অয়েল মিশিয়ে স্ক্যাল্পে ভালো করে ম্যাসাজ করুন। সপ্তাহে ২-৩ বার ব্যবহারেই মিলবে ভালো ফল। রাতে তেল মেখে রেখে সকালে শ্যাম্পু করলে সবচেয়ে ভালো উপকার মেলে। চুল দ্রুত বাড়ানো থেকে শুরু করে রুক্ষতা কমানো, খুশকি দূর করা এবং পাকা চুলের সমস্যা কমাতে রোজমেরি অয়েল হতে পারে আপনার প্রাকৃতিক সমাধান।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2025 RCTV ONLINE. All rights reserved.