বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে যোগ দিতে দেশের বিভিন্ন জেলা থেকে আসা নেতাকর্মীরা সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশ করছেন। এ সময় তাদের ‘দাঁড়িপাল্লা’ স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা পরিবেশ। উদ্যানের চারদিক দিয়ে হাজারো নেতাকর্মীকে মিছিল নিয়ে প্রবেশ করতে দেখা যায়।
সমাবেশস্থলে দেখা যায়, উত্তরবঙ্গের নেতাকর্মীরা তাদের বাসগুলো জাতীয় সংসদ ভবনের দক্ষিণ পাশে মানিক মিয়া এভিনিউতে রেখে মিছিল নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে আসেন। ফার্মগেট থেকে মিছিলটি শাহবাগ পর্যন্ত ছিল। সেই মিছিলে কয়েক হাজার নেতাকর্মী উপস্থিতি ছিলেন।
আবার দক্ষিণবঙ্গের নেতাকর্মীদের ঢাকা মেডিকেলের দিক থেকে আসতে দেখা যায়। ছোট ছোট গ্রুপ করে মিছিল করে নেতাকর্মীরা সোহরাওয়ার্দী উদ্যানে আসেন। প্রতিটি মিছিলে স্লোগান ছিল দাঁড়িপাল্লা। অনেকের সঙ্গে দাঁড়িপাল্লা প্রতীকও রয়েছে। কপালে জেলার নাম ও জামায়াতের লোগো এবং গায়ে সাদা টি-শার্ট ও পাঞ্জাবি পরতে দেখা যায়। গেঞ্জিতে লেখা রয়েছে, ‘তারুণ্যের প্রথম ভোট, চাঁদাবাজের বিপক্ষে হোক’, ‘দাঁড়িপাল্লায় ভোট দিন’ ইত্যাদি।
জানা গেছে, সকাল থেকে কুরআন পাঠ হবে। এতে হামদ ও নাতও পরিবেশন করা হবে। মূল অনুষ্ঠান শুরু হবে দুপুর ২টায়। সমাবেশ স্থলে ২০টি পয়েন্টে প্রায় ৬ হাজার স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করছেন। ঢাকা শহরের বাইরে থেকে যারা আসবেন তাদের জন্য কমপক্ষে ১৫টি পার্কিং পয়েন্ট রাখা হয়েছে।
উল্লেখ্য, সমাবেশে নেতাকর্মীদের আনতে তিন জোড়া বিশেষ ট্রেন ভাড়া করেছে দলটি। এসব ট্রেন একবার করে চলবে রাজশাহী-ঢাকা-রাজশাহী, সিরাজগঞ্জ-ঢাকা-সিরাজগঞ্জ এবং ময়মনসিংহ-ঢাকা-ময়মনসিংহ রুটে।
মন্তব্য করুন