পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণের লক্ষে কুড়িগ্রামের ফুলবাড়ীতে ২০২৪ -২৫ বছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ইউক্যালিপটাস ও আকাশমনি গাছের চারা ধ্বংস কার্যক্রম শুরু হয়েছে।
বৃহস্পতিবার (১৭ জুলাই) উপজেলা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা রবাইতারি গ্রামের রেখা নার্সারি ও নাওডাঙ্গা পুলেরপাড় গ্রামের তৌহিদ নার্সারির ৯০ হাজার ইউক্যালিপটাস চারা ধংস করা হয়।
চারা ধ্বংসকালে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার রেহেনুমা তারান্নুম, খামারবাড়ি কুড়িগ্রামের অতিরিক্ত উপ-পরিচালক (উদ্ভিদ সংরক্ষণ)তানভীর আহম্মেদ সরকার, উপজেলা কৃষি অফিসার নিলুফা ইয়াসমিন, উপসহকারী কৃষি কর্মকর্তা বৃন্দসহ আরো অনেকে।
উপজেলা কৃষি অফিসার নিলুফা ইয়াসমিন জানান, “পরিবেশ রক্ষা মানেই মানুষের জীবন রক্ষা। অতিরিক্ত পানি শোষণকারী গাছপালা ভূ-গর্ভস্থ পানির লেভেল কমিয়ে কৃষিকাজ ও প্রকৃতির ভারসাম্যে বিপর্যয় ঘটায়। তাই এ ধরনের গাছ ধ্বংসে কৃষি বিভাগের পাশাপাশি জনগণকেও এগিয়ে আসতে হবে।”
উপজেলা নির্বাহী অফিসার রেনুমা তারান্নুম জানান,“ইউক্যালিপটাস ও আকাশমনি গাছগুলো অতিরিক্ত পানি শোষণ করে এবং ভূ-গর্ভস্থ পানির স্তর হ্রাস করে, যা ভবিষ্যতে পরিবেশ ও মানবজীবনের জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে। তাই সরকারি নির্দেশনার অংশ হিসেবে আমাদের এই কার্যক্রম পরিচালনা করা হলো।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2025 RCTV ONLINE. All rights reserved.