১৮ পেরোনো মাত্র কয়েকদিন। আর এর মধ্যেই হাতে উঠল ক্যাম্প ন্যুর সবচেয়ে জাঁকজমকপূর্ণ ও ঐতিহ্যবাহী জার্সি—বার্সেলোনার নম্বর ১০। হ্যাঁ, লামিনে ইয়ামালই এখন সেই জার্সির উত্তরসূরি, যে জার্সি একসময় মেসির পিঠে ছিল, আর তার আগেও ছিল ম্যারাডোনা, রোনালদিনহো কিংবা রিভালদোর গায়ে।
ক্লাবটির পক্ষ থেকে বুধবার আনুষ্ঠানিকভাবে জানানো হয়, ইয়ামালকেই ২০২৫-২৬ মৌসুম থেকে দেওয়া হচ্ছে কিংবদন্তি লিওনেল মেসির সেই নম্বর ১০। আনসু ফাতির মোনাকোতে ধারে চলে যাওয়ার পর এই জার্সি ছিল ফাঁকা।
নতুন জার্সি ঘোষণার দিনে ইয়ামাল বললেন, ‘ছোটবেলায় স্বপ্ন ছিল বার্সার হয়ে খেলা, আর সেটা করতে চাইতাম ১০ নম্বর জার্সি গায়ে দিয়ে। বার্সেলোনায় জন্ম নেওয়া প্রতিটা ছেলের এই স্বপ্ন থাকে। মেসি নিজের পথ তৈরি করেছে, এখন আমি আমারটা গড়ব।’
মাত্র ১৮ বছর বয়সেই ক্লাবের হয়ে ১০৬টি ম্যাচ, গোল ২৫টি। এরই মধ্যে স্পেনের হয়ে ইউরো জিতেছেন। বার্সেলোনার হয়েও জিতেছেন দুইটি লা লিগা, একটি কোপা দেল রে ও একটি সুপারকোপা।
জার্সির নম্বরও বদলেছে ধাপে ধাপে। ২০২২-২৩ মৌসুমে তার জার্সি নম্বর ছিল ৪১, পরের বছর ২৭, গত মৌসুমে ১৯—যেটা মেসিও একসময় পরতেন। এবার সরাসরি ১০!
লামিন ইয়ামাল তার আদর্শদের—মেসি, রোনালদিনহো ও ম্যারাডোনার—ছবি পোস্ট করে আগেই ইঙ্গিত দিয়েছিলেন এই বদলের। কিন্তু তিনি জানেন, ১০ নম্বর মানেই শুধু সম্মান নয়, দায়িত্বও।
‘আমি এখনও চ্যাম্পিয়ন্স লিগ আর বিশ্বকাপ জিতিনি। এখন এই দুটোই আমার লক্ষ্য।’
সম্প্রতি তার জন্মদিন পার্টিতে বামন অভিনয়শিল্পী নিয়োগ নিয়ে স্পেন সরকারের পক্ষ থেকে তদন্ত চলছে। তবে ইয়ামাল এসব প্রসঙ্গে মুখ খুলতে নারাজ।
‘আমি বার্সার খেলোয়াড়। কিন্তু ক্লাব ক্যাম্পাসের বাইরে আমার নিজের জীবন আছে, যেটা আমি উপভোগ করি। পরিবারের বাইরে কারও প্রশংসা বা সমালোচনা আমার কাছে বড় নয়।’
মেসি, রোনালদিনহো, ম্যারাডোনা, রিভালদো, রোমারিও—বার্সার ১০ নম্বর জার্সি তাদের ইতিহাসের অংশ। সেই তালিকায় এবার নাম লেখালেন লামিন ইয়ামাল। কিন্তু তিনি চান, নিজের গল্প লিখতে। নিজের ১০ নম্বরকে আলাদা অর্থ দিতে।
সেই গল্পের শুরুটা তো হলো বুধবার, ক্যাম্প ন্যুর আলোঝলমলে এক সন্ধ্যায়। এখন অপেক্ষা, মাঠে সেই ১০ নম্বর কতটা উজ্জ্বল হয় ইয়ামালের পায়ে।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2025 RCTV ONLINE. All rights reserved.