স্পেনের লা লিগার শীর্ষ ক্লাব আতলেতিকো মাদ্রিদে যোগ দিতে যাচ্ছেন আর্জেন্টিনার মিডফিল্ডার থিয়াগো আলমাদা। ব্রাজিলীয় ক্লাব বোটাফোগোর সঙ্গে একটি চুক্তির মাধ্যমে এই ট্রান্সফার নিশ্চিত করেছে আতলেতিকো। ক্লাবটির পক্ষ থেকে মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেওয়া হয়।
২৪ বছর বয়সী আলমাদা ২০২২ কাতার বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা দলের সদস্য ছিলেন এবং সম্প্রতি প্যারিস অলিম্পিকেও জাতীয় দলের প্রতিনিধিত্ব করেছেন। আর্জেন্টিনার জার্সিতে তিনি এ পর্যন্ত ১০টি ম্যাচ খেলেছেন। তার ক্যারিয়ার শুরু হয় আর্জেন্টিনার ভেলেজ সার্সফিল্ডে, মাত্র ১৭ বছর বয়সে। ২০২২ সালে তিনি এমএলএস ক্লাব আটলান্টা ইউনাইটেডে যোগ দেন এবং প্রথম মৌসুমেই লিগের সেরা নবাগত খেলোয়াড় নির্বাচিত হন।
২০২৩ সালে তিনি ব্রাজিলের বোটাফোগোতে যোগ দিয়ে দলকে ব্রাজিলিয়ান লিগ ও কোপা লিবার্তাদোরেস শিরোপা জেতাতে সহায়তা করেন। এরপর গত জানুয়ারিতে তিনি ধারে ফরাসি ক্লাব লিওঁতে খেলেন, যেখানে ২০ ম্যাচে ২ গোল ও ৫ অ্যাসিস্ট করেন।
আতলেতিকো মাদ্রিদের সোশ্যাল মিডিয়া পোস্টে বলা হয়েছে, "আমরা বোটাফোগোর সঙ্গে একটি চুক্তিতে পৌঁছেছি। মেডিকেল পরীক্ষা ও চুক্তি স্বাক্ষরের পর আলমাদা আনুষ্ঠানিকভাবে আমাদের দলে যোগ দেবেন।"
দিয়েগো সিমিওনের নেতৃত্বে আতলেতিকো মাদ্রিদ ইতিমধ্যেই আর্জেন্টিনার একাধিক তারকা, যেমন রদ্রিগো দে পল, হুলিয়ান আলভারেজ ও নাহুয়েল মলিনাকে নিয়ে শক্তিশালী একটি দল গড়ে তুলেছে। আলমাদার আগমন দলটির মিডফিল্ডকে আরও গতিশীল করবে বলে আশা করা হচ্ছে। চূড়ান্ত আনুষ্ঠানিকতা শেষ করেই তিনি নতুন ক্লাবে মাঠে নামবেন।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2025 RCTV ONLINE. All rights reserved.