রংপুরের পীরগঞ্জ উপজেলার বাবনপুর গ্রামে শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে জুলাই শহীদ দিবসের কর্মসূচি। বুধবার (১৬ জুলাই) সকাল ৮টায় এই কবর জিয়ারত অনুষ্ঠিত হয়।
কবর জিয়ারতের সময় উপস্থিত ছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শওকাত আলী, রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল, পুলিশ সুপার আবু সাইম, এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা শহীদ আবু সাঈদ হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবি জানান।
প্রসঙ্গত, গত বছর রংপুরে ছাত্র-জনতার আন্দোলনে পুলিশের গুলিতে নিহত হন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ। তার স্মরণে সরকার ১৬ জুলাইকে জুলাই শহীদ দিবস হিসেবে ঘোষণা করেছে এবং রাষ্ট্রীয়ভাবে দিনটিতে শোক পালন করা হচ্ছে।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, দিবসটি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় শহীদ আবু সাঈদের বাবা মকবুল হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এছাড়া জুলাই আন্দোলনে নিহত অন্যান্য শহীদ পরিবারের সদস্যদেরও বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2025 RCTV ONLINE. All rights reserved.