পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালের সামনে ব্যবসায়ী লাল চাঁদ সোহাগকে হত্যার ঘটনায় অন্যতম আসামি মো. নান্নু কাজীকে গ্রেফতার করেছে র্যাব। সোমবার (১৪ জুলাই) দিবাগত রাত ১টার দিকে নারায়ণগঞ্জের বন্দর এলাকা থেকে গ্রেফতার করা হয় তাকে।
এই মামলায় নান্নুসহ এখন পর্যন্ত মোট আটজনকে গ্রেফতার করা হয়েছে। এর আগে, গত বুধবার দুপুরে মিটফোর্ড হাসপাতালের সামনের ব্যস্ত সড়কে নৃশংসভাবে হত্যা করা হয় সোহাগকে।
প্রত্যক্ষদর্শীরা জানান, তাকে ডেকে নিয়ে দোকানে হত্যা করা হয়। তারপর বিষয়টিকে মব হিসেবে প্রমান করতে রাস্তায় পাথর দিয়ে মাথা ও শরীর থেঁতলে দেওয়া হয়। একপর্যায়ে তাকে বিবস্ত্র করা হয়। এরপর কেউ কেউ তার শরীরের ওপর লাফিয়ে ওঠে।
নৃশংস এই হত্যাকাণ্ডের ভিডিও সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়ে, যা দেশজুড়ে তীব্র প্রতিক্রিয়া তৈরি করেছে। পুলিশ বলছে, ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেফতারে অভিযান চলছে।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2025 RCTV ONLINE. All rights reserved.