জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে নিহত আবু সাঈদ, মীর মুগ্ধ, ওয়াসিম ও অন্যান্য শহীদদের জাতীয় বীর ঘোষণা না করার কারণ জানতে চেয়ে হাইকোর্ট রুল জারি করেছেন। এছাড়া, শহীদদের একটি নির্ভরযোগ্য তালিকা তৈরি করে সরকারি গেজেটে প্রকাশের নির্দেশনা চাওয়া হয়েছে।
সোমবার (১৪ জুলাই) বিচারপতি ফাহমিদা কাদেরের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। রুলে আরও জানতে চাওয়া হয়েছে, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে নতুন বাংলাদেশের জাতীয় সংস্কারক ঘোষণা করা হবে কি না।
মন্ত্রিপরিষদ সচিব, আইন সচিব ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। আদালতে রিটকারীর পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ আলী জিন্নাহ, রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল ইকরামুল কবির।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2025 RCTV ONLINE. All rights reserved.