রাজধানীর মিটফোর্ড এলাকায় ভাঙরি ব্যবসায়ী লালচাঁদ ওরফে সোহাগ হত্যা মামলায় জড়িতদের কাউকেই ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের রাজনৈতিক পরিচয় যা-ই হোক না কেন, আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়।
শনিবার (১২ জুলাই) রাতে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ কথা জানান ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।
তিনি বলেন, “ঘটনার খবর পেয়ে পুলিশের একটি দল তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মূল অভিযুক্ত মাহমুদুল হাসান মহিনকে হেফাজতে নেওয়া হয় এবং তার দেওয়া তথ্যে অপর অভিযুক্ত তারেক রহমান রবিনকে গ্রেপ্তার করা সম্ভব হয়।”
তালেবুর রহমান আরও জানান, তদন্তে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে, যা অন্যান্য জড়িতদের চিহ্নিত ও গ্রেপ্তারে সহায়তা করছে।
এদিকে ডিএমপি দুঃখ প্রকাশ করে জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে পুলিশের তৎপরতা নিয়ে কিছু বিভ্রান্তিকর ও উদ্দেশ্যমূলক প্রচার চালানো হচ্ছে, যা চলমান তদন্ত প্রক্রিয়ায় বিঘ্ন ঘটাতে পারে। এটি কারো কাম্য নয় বলেও মন্তব্য করেন তিনি।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2025 RCTV ONLINE. All rights reserved.