আগামীকাল, ১৪ জুলাই (সোমবার) সন্ধ্যা ৭টায় কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে চলচ্চিত্র প্রদর্শনী ও কনসার্ট, যা জুলাই মাসের গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিকে কেন্দ্র করে জাতীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজন করা হয়েছে।
রোববার (১৩ জুলাই) সরকারি এক তথ্যবিবরণীতে এ তথ্য জানানো হয়েছে। বিবরণীতে বলা হয়, ‘উইমেন ডে’ শীর্ষক কনসার্ট এবং চলচ্চিত্র প্রদর্শনীর মাধ্যমে এই ঐতিহাসিক দিনটির স্মরণ করা হবে।
অনুষ্ঠান শেষে রাত ১০টায় বিশেষ আকর্ষণ হিসেবে ড্রোন শো প্রদর্শন করা হবে বলেও জানানো হয়েছে তথ্যবিবরণীতে।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2025 RCTV ONLINE. All rights reserved.