রংপুর মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক ইফতেখারুল ইসলাম শুভ (৩৫)কে পুলিশ গ্রেফতার করেছে। রোববার (১৩ জুলাই) সকালে রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরপিএমপি) কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
শনিবার (১২ জুলাই) রাতে গোপন তথ্যের ভিত্তিতে নগরীর সিও বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, শুভর বিরুদ্ধে গত বছরের জুলাই মাসে ছাত্র-জনতার ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগে একাধিক মামলা রয়েছে।
গ্রেফতারকৃত শুভ রংপুর নগরীর মাহিগঞ্জ ধুমখাটিয়া এলাকার আশরাফুল ইসলামের ছেলে। ওসি আতাউর রহমান জানান, গত বছরের জুলাইয়ে সংঘটিত সহিংসতার পর শুভ আত্মগোপনে ছিলেন। তার বিরুদ্ধে কোতোয়ালি থানায় চারটি পৃথক মামলা দায়ের করা হয়েছে, যেখানে আহতরা তাকে অভিযুক্ত করেছেন। বর্তমানে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2025 RCTV ONLINE. All rights reserved.