রাজধানীর মিটফোর্ড এলাকায় নৃশংস হত্যাকাণ্ড এবং সারাদেশে চলমান চাঁদাবাজি ও সন্ত্রাসের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে সিরাজগঞ্জ সরকারি কলেজের শিক্ষার্থীরা। শনিবার সকাল সাড়ে ১১টায় কলেজের মূল ফটক থেকে মিছিল শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাজার স্টেশন এলাকায় গিয়ে শেষ হয়।
বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীদের কণ্ঠে প্রতিবাদের ঝড় ওঠে। তারা ‘হই হই রই রই, চাঁদাবাজ গেলি কই’, ‘আপোষ না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম’, ‘আমার সোনার বাংলায়, চাঁদাবাজদের ঠাঁই নাই’—এমন নানা স্লোগানে শহরজুড়ে প্রতিবাদের আবহ তৈরি করেন।
মিছিলে শিক্ষার্থীরা জানান, দেশের যেকোনো ধরনের সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে তারা বরাবরই সোচ্চার, এবং ভবিষ্যতেও থাকবেন। তারা মিটফোর্ডে পাথর মেরে বর্বরোচিত হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানান এবং এ ধরনের ঘটনার দ্রুত বিচারসহ সারাদেশে সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধের দাবি জানান।
সিরাজগঞ্জ সরকারি কলেজের শিক্ষার্থী মুনতাসির হাসান মেহেদী বলেন, “সন্ত্রাস, চাঁদাবাজি ও বিচারবহির্ভূত হত্যার বিরুদ্ধে আমাদের ছাত্রসমাজকে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে হবে।”
আরেক শিক্ষার্থী রকি খান বলেন, “আমরা এমন একটি বাংলাদেশ চাই, যেখানে সন্ত্রাস-চাঁদাবাজির কোনো স্থান থাকবে না। শান্তি, নিরাপত্তা ও ন্যায়ের ভিত্তিতে গড়ে উঠুক আমাদের প্রিয় দেশ।”
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2025 RCTV ONLINE. All rights reserved.