এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে সব শিক্ষাবোর্ডেই গণিত বিষয়ে পাসের হার আশঙ্কাজনকভাবে কমেছে। বিশ্লেষণে দেখা গেছে, অন্যান্য বিষয়ের তুলনায় গণিতে ব্যর্থতার হার সবচেয়ে বেশি। ফলে এবারের ফলাফলে গণিতেই সবচেয়ে বড় ধস নেমেছে। বৃহস্পতিবার (১০ জুলাই) প্রকাশিত ফলাফল পর্যালোচনা করে এ চিত্র উঠে এসেছে।
বিভিন্ন শিক্ষাবোর্ডের পরিসংখ্যান অনুযায়ী, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডে গণিতে পাসের হার সর্বোচ্চ ৮৮.৭২%। যদিও অন্যান্য বোর্ডের তুলনায় এটি ভালো ফল, তবে বাকি বোর্ডগুলোর অবস্থা খুবই নাজুক।
ঢাকা শিক্ষা বোর্ডে গণিতে পাস করেছে মাত্র ৭৫.১৪% শিক্ষার্থী। রাজশাহী বোর্ডে পাসের হার ৮৬.৫২%, যশোরে ৮৫.০২%। তবে কুমিল্লা, দিনাজপুর ও ময়মনসিংহ বোর্ডের ফলাফল অত্যন্ত নিম্নমুখী—কুমিল্লায় ৭২.০১%, দিনাজপুরে ৭১.৩৫% এবং ময়মনসিংহে মাত্র ৬৪.২৭% শিক্ষার্থী গণিতে পাস করেছে।
বরিশাল বোর্ডের অবস্থা আরও শোচনীয়, সেখানে পাসের হার ৬৪.৬২%। চট্টগ্রামে ৮১.৫৩% এবং সিলেটে ৮৩.১৭% পাস করলেও তা আশানুরূপ নয়। মাদ্রাসা শিক্ষা বোর্ডেও গণিতে পাসের হার কম—৭৯.৭৩%।
শিক্ষাবিদরা মনে করছেন, গণিতভীতি, দক্ষ শিক্ষকের অভাব, পর্যাপ্ত অনুশীলনের সুযোগ না থাকা এবং পাঠ্যবইয়ের বদলে কোচিং ও গাইড বইয়ের ওপর নির্ভরতা—এসবই ফলাফল খারাপের মূল কারণ।
এ প্রসঙ্গে ঢাকা শিক্ষা বোর্ডের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, "গণিত শিক্ষার পদ্ধতিগত সংস্কার, হাতে-কলমে শিক্ষাদান ও নিয়মিত অনুশীলনের ব্যবস্থা না করলে ভবিষ্যতেও এমন ধস অব্যাহত থাকবে।"
এদিকে, এবার ফলাফল প্রকাশে কোনো আনুষ্ঠানিকতা করা হয়নি। শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, স্বচ্ছতা ও জটিলতা এড়াতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2025 RCTV ONLINE. All rights reserved.