সৈয়দপুর-দিনাজপুর মহাসড়কের ফতেজংপুর এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় লিপি রানী রায় (২১) নামের এক নারী ইপিজেড কর্মী প্রাণ হারিয়েছেন। বৃহস্পতিবার (১০ জুলাই) সকাল সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে কর্মস্থলে যাওয়ার উদ্দেশ্যে মোটরসাইকেলে করে যাচ্ছিলেন লিপি রানী রায়। পথে ফতেজংপুর এলাকায় একটি বালুবাহী ড্রাম ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে তিনি গুরুতর আহত হন। সংঘর্ষের সময় তার কোমর থেকে পা পর্যন্ত থেঁতলে যায়।
স্থানীয়রা দ্রুত উদ্ধার করে তাকে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাস্তায় তারাগঞ্জে পৌঁছালে তিনি মৃত্যুবরণ করেন।
নিহত লিপি রানী রায় চিরিরবন্দর উপজেলার আলোকডিহি গ্রামের জীবন রায়ের স্ত্রী। তিনি দিনাজপুর ইপিজেডে একটি পোশাক কারখানায় কর্মরত ছিলেন।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটি পালিয়ে গেলেও পুলিশ সেটি জব্দ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানা গেছে।
ঘটনাটি নিশ্চিত করেছেন দশ মাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2025 RCTV ONLINE. All rights reserved.