স্পেনের একটি আদালত ব্রাজিল জাতীয় দলের কোচ ও রিয়াল মাদ্রিদের সাবেক ম্যানেজার কার্লো আনচেলত্তিকে কর ফাঁকির অভিযোগে এক বছরের কারাদণ্ড এবং প্রায় ৩ লাখ ৮৬ হাজার ইউরো (সাড়ে ৮ কোটি টাকা) জরিমানা করেছেন।
২০১৪-১৫ মৌসুমে রিয়াল মাদ্রিদের কোচ থাকাকালীন আনচেলত্তি তার ইমেজ রাইটস থেকে প্রাপ্ত আয় সম্পর্কিত কর প্রদান থেকে বিরত ছিলেন বলে আদালতের রায়ে উল্লেখ করা হয়েছে। তবে, স্পেনের আইন অনুযায়ী এক বছরের কম সময়ের কারাদণ্ডের ক্ষেত্রে অপরাধীকে প্রকৃতপক্ষে জেলে যেতে হয় না, যদি না তিনি অন্য কোনো অপরাধে দণ্ডিত হন।
আনচেলত্তির পক্ষ থেকে দাবি করা হয়েছে যে, কর সংক্রান্ত বিষয়টি ক্লাবের পক্ষ থেকে স্পষ্টভাবে তাঁকে জানানো হয়নি, তাই এটি ইচ্ছাকৃত নয় বরং অনিচ্ছাকৃত ভুল ছিল। যদিও তাঁর আইনজীবীরা তাঁকে নির্দোষ প্রমাণের চেষ্টা করেছেন, বাদীপক্ষ最初 চেয়েছিলেন চার বছর নয় মাসের কারাদণ্ড।
উল্লেখ্য, রিয়াল মাদ্রিদে দ্বিতীয়বার কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার পরই আনচেলত্তিকে এই মামলায় আদালতে হাজির হতে হয়।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2025 RCTV ONLINE. All rights reserved.