রংপুরের পীরগাছায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে তিনজন নিহত ও ২৫ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে অন্তত একজন শিশু রয়েছে। বুধবার (৯ জুলাই) রাত ১১টার দিকে পীরগাছা উপজেলার দেউতি সড়কের বেলতলা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, রংপুর সিটি করপোরেশনের নজিরেরহাট এলাকা থেকে হিন্দু ধর্মাবলম্বী ৫০-৬০ জন যাত্রী গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বেলতলীতে একটি বিয়ের বৌভাতে যোগ দিতে বাসে করে যাচ্ছিলেন। দাওয়াত শেষে ফেরার পথে পীরগাছা-সুন্দরগঞ্জ মহাসড়কের দেউতি বেলতলা বাজারে বাসটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে পাশের পুকুরে পড়ে যায়।
দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিসের কর্মীরা তৎক্ষণিক উদ্ধারকাজ শুরু করেন। এসময় শিশুসহ দুজনের মরদেহ উদ্ধার করা হয়। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
পীরগাছা ফায়ার সার্ভিসের ইনচার্জ আল-আমিন জানান, উদ্ধারকাজ শেষ না হলেও আহতদের দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে। তবে পুকুর থেকে বাসটি তোলার কাজ এখনও চলছে। নিহত ও আহতদের সঠিক পরিচয় নিশ্চিত করতে এখনও তদন্ত চলছে।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2025 RCTV ONLINE. All rights reserved.