শ্বজুড়ে অগণিত ভক্তের অপেক্ষা শেষ করে ১১ জুলাই পর্দায় আসছে নতুন ‘সুপারম্যান’। আন্তর্জাতিক মুক্তির দিনেই এটি মুক্তি পাচ্ছে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সে—খবরটি নিশ্চিত করেছেন প্রতিষ্ঠানটির জ্যেষ্ঠ বিপণন কর্মকর্তা মেসবাহ উদ্দিন আহমেদ।
এ নিয়ে দর্শকদের মধ্যে তৈরি হয়েছে তুমুল উন্মাদনা। টিজার-ট্রেলার প্রকাশের পর থেকেই আলোচনায় ‘সুপারম্যান’, যাকে বছরের সবচেয়ে কাঙ্ক্ষিত কন্টেন্টগুলোর একটি বলা হচ্ছে।
একই দিনে স্টার সিনেপ্লেক্সে আসছে আরও একটি নতুন কন্টেন্ট—জ্যাকি চ্যান অভিনীত ‘কারাতে কিড: লিজেন্ডস’। বিশ্বব্যাপী প্রশংসিত এই কন্টেন্টটিও দেখতে মুখিয়ে আছেন অ্যাকশনপ্রেমীরা।
জেমস গান পরিচালিত ‘সুপারম্যান’ দিয়ে নতুন যাত্রা শুরু করছে ডিসি ইউনিভার্স। এবার সুপারম্যান চরিত্রে দেখা যাবে ডেভিড কোরেনসোয়েটকে। জেরি সিগেল ও জো শাস্টারের তৈরি এই চরিত্রটি প্রায় শতবর্ষ ধরে পাঠক-দর্শকদের মনে বেঁচে আছে ‘আশা’, ‘সততা’ আর ‘শক্তি’র প্রতীক হয়ে।
পরিচালক জেমস গান জানিয়েছেন, এটি শুধু সুপারহিরোদের লড়াইয়ের গল্প নয়—একজন অভিবাসীর আত্ম-অন্বেষণের গল্প, যেখানে উঠে এসেছে মানবিকতা, সম্পর্ক, রাজনীতি ও নৈতিক সংকটের প্রশ্ন। তাঁর ভাষায়, ‘সুপারম্যান তখনই আসে, যখন মানুষ ভালো কিছুর আশা হারিয়ে ফেলে।’
তিনি আরও বলেন, ‘আমি সমাজ বদলে দেওয়ার জন্য কিছু তৈরি করি না, কিন্তু যদি কেউ বদলাতে চায়, তাহলে সেটা ভালো।’
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2025 RCTV ONLINE. All rights reserved.